শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনলাইনে রিটার্ন জমা এক লাখ ছাড়াল

অনলাইনে রিটার্ন জমা এক লাখ ছাড়াল

অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের মাইলফলক পেরিয়েছে। গত ২৩ নভেম্বর পর্যন্ত এক লাখ করাদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়া শেষ দিনে এ সংখ্যা আরো বাড়বে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আশা করছে।

এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে মোট ৬১,০০০ রিটার্ন অনলাইনে জমা পড়েছিল।

এনবিআরের একজন কর্মকর্তা বলেন, অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি সহজ হওয়ায় করদাতাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এটা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত আশাব্যাঞ্জক বিষয়।

স্বতন্ত্র করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর। তবে, যেকোনো করদাতা-সংশ্লিষ্ট কর অঞ্চলে আপিল করে নিজেদের জন্য সময়সীমা বাড়াতে পারেন।

রিটার্ন দাখিলের সংখ্যা এক লাখ অতিক্রম করায় বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় এনবিআর ভবনে কেক কেটে অনলাইনে ১ লাখ রিটার্ন দাখিলের মাইলফলক উদযাপন করেছে এনবিআর। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইনে রিটার্ন দাখিল-সংক্রান্ত পরিষেবা প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ই-রিটার্ন জমা দেওয়ার জন্য প্রশংসাপত্র নেওয়া, আয়কর রিটার্নের কপি নেওয়ার পাশাপাশি ই-পেমেন্টের মতো বিভিন্ন সুবিধা দেওয়া হয়। কারো রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর প্রয়োজন হলে তিনি রাজস্ব বোর্ডের কাছে আবেদন করতে পারেন। করদাতারা ধীরে ধীরে অনলাইনে রিটার্ন জমা দিতে আগ্রহী হয়ে উঠছে কারন এটি খুবই সহজ এবং করদাতাবান্ধব।

ওই কর্মকর্তা জানান, গত ২৩ নভেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৪ হাজার রিটার্ন অনলাইনে জমা পড়েছে। ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই