বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জ্বালানি উন্নয়নে ৫শ কোটি টাকা ঋণ দিচ্ছে এএফডি

জ্বালানি উন্নয়নে ৫শ কোটি টাকা ঋণ দিচ্ছে এএফডি

জ্বালানি সক্ষমতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে ৫ কোটি ইউরো ঋণ দেবে ফ্রান্স সরকারের উন্নয়ন সংস্থা এজেন্সি ফ্রান্সাইজ ডেভেলপমেন্ট বা এএফডি। নারী উদ্যোক্তা উন্নয়নেও এ অর্থ কাজে লাগানো হবে। গত বৃহস্পতিবার এ বিষয়ে সরকারের সঙ্গে এএফডির

একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এএফডির পক্ষে বাংলাদেশে সংস্থার কান্ট্রি ডিরেক্টর বিনোইত চাছাতি চুক্তিতে সই করেন।\হবর্তমান বিনিময় হার অনুযায়ী ৫ কোটি ইউরোর সমপরিমাণ ৫০০ কোটি টাকার সামান্য বেশি। তিন বছরের গ্রেস পিরিয়ড বা কিস্তি অব্যাহতি সুবিধাসহ ১৫ বছরে এই ঋণ পরিশোধ করা যাবে।

ব্যাংকবহির্ভূত সরকারি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) মাধ্যমে এ ঋণ দেওয়া হবে। জ্বালানি সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাম পর্যায়ে নারী উদ্যোক্তাদের সহায়তায় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে সংশ্নিষ্ট প্রতিষ্ঠান তহবিল থেকে প্রয়োজনীয় ঋণ পাবে। তহবিলের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সবুজ জ্বালানির ব্যবহার বাড়বে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ব্যক্তি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) অর্থের জোগান হবে।\হএএফডি হচ্ছে ফ্রান্স সরকারের দ্বিপক্ষীয় উন্নয়ন সংস্থা। ফ্রান্স সরকারের পক্ষে বিভিন্ন দেশের উন্নয়নে সহযোগিতা দিয়ে থাকে সংস্থাটি। ২০১২ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এ সংস্থার কর্মসূচি রয়েছে। বিশেষ করে নগর উন্নয়নে পানি, বিদ্যুৎ গণপবিরহন ও সবুজ জ্বালানির মতো অবকাঠামো উন্নয়নে সহায়তা দিচ্ছে এএফডি।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর