• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

প্রাণের এমডি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

 

নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে করা মামলায় প্রাণের এমডি আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

রোববার দুপুরে ঢাকা সিটি কর্পোরেশনের এ আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম মেহেদী পাভেল সুইট এ পরোয়ানা জারি করেন। তবে মামলার শুনানির সময় এমডি আহসান খান উপস্থিত ছিলেন না। 

তার আইনজীবীরা জানান, তিনি অসুস্থ, তাই আদালতে হাজির হতে পারেননি। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রাণের ঘি, লাচ্ছা সেমাই, হলুদগুড়াসহ নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই ধার্য করা হয়।

এদিকে মামলার আজকের শুনানির সময় অসুস্থতার কারণে হাজির হতে না পারার বিষয়টি আমলে নেননি আদালত।

প্রসঙ্গত উচ্চ আদালতের নির্দেশের পরও বাজার থেকে সরিয়ে না

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ