• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

জেমস-মাইলসের দুই মামলার অভিযোগ গঠন শুনানি ১১ এপ্রিল

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস-মাইলসের করা দুই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ এপ্রিল ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) রবিউল আলম এ দিন ধার্য করেন।

আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত আদালত নতুন এ দিন ধার্য করেন। এ দুই মামলার বিবাদীরা হলেন- বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর।

এর আগে, ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে মাহফুজ আনাম ওরফে নগরবাউল জেমস এবং ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ ও মানান আহমেদ কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে দু’টি মামলা করেন। এরপর আদালত মামলা দু’টি গ্রহণ করে সমন জারি করে ৩০ নভেম্বর আদালতে বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

বাংলালিংকের বিরুদ্ধে মামলায় অনুমতি ছাড়া জেমসের ছয়টি গান এবং ব্যান্ড দল মাইলসের দু’টি গান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ