বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আ.লীগের ‘বিশেষ দায়িত্ব’ পেলেন ৪ নেতা

আ.লীগের ‘বিশেষ দায়িত্ব’ পেলেন ৪ নেতা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতা এবার নির্বাচন করছেন না। কিন্তু দলকে টানা তৃতীয়বার বিজয়ী করার জন্য তাদের ওপর ‘বিশেষ দায়িত্ব’ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

সংসদ সদস্য হয়েও মনোয়ন না পাওয়া চার নেতাকে দল জেতানোর এ দায়িত্ব দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

এ বিশেষ দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হক।

খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় চার নেতাকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে। গণভবনে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ৩০০ আসন সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখার নির্দেশ দেন।

এ ছাড়া কোনো আসনে যেন বিদ্রোহী প্রার্থী না থাকে, সে জন্য সমন্বয়ের কাজ করতে বলা হয়েছে তাদের।

আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য এর চার নেতাই মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু দল থেকে তাদের মনোনয়ন দেয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।

এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ভারতসহ বিশ্বের অনেক উন্নত দেশে নির্বাচন পরিচালনার জন্য দলের গুরুত্বপূর্ণ নেতারা নির্বাচনে অংশ নেয় না। এবার আমাদের দলের সভানেত্রী এই চার নেতাকে নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালনের জন্য মনোনয়ন দেননি।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর