শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

জাস্টিন ট্রুডোর হাতে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের বই তুলে দিলেন ড. ইউনূস

জাস্টিন ট্রুডোর হাতে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের বই তুলে দিলেন ড. ইউনূস

সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বিনিময়ের সময় জাস্টিন ট্রুডোর কাছে বিপ্লবের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ (The Art of Triumph) হস্তান্তর করেন।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগদান করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় অনুষ্ঠানটি শুরু হয়। যেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রূপন এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার ভলকার টুর্কসহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: