বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাড়ে ৫০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

সাড়ে ৫০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫০ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ লাখ ১১ হাজার ৬৯০ পিস ইয়াবা, ৩৭ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৪ হাজার ৬৭৩ বোতল বিদেশি মদ, ৭২১ ক্যান বিয়ার, ৫৫৪ কেজি গাঁজা, ১ কেজি ১২০ গ্রাম হেরোইন, ২ হাজার ২৬৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২ হাজার ৬০টি ইনজেকশন এবং ৭ লাখ ৪১ হাজার ৩৭১টি অন্যান্য ট্যাবলেট। 

চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৩২৪ গ্রাম স্বর্ণ, ৮ হাজার ৮১১টি ইমিটেশন গহনা, ৩১ হাজার ৯৩১টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৯১৬টি শাড়ি, ১ হাজার ৬৪৬টি থ্রিপিস/শার্টপিস, ২ হাজার ৮১৭টি তৈরি পোশাক, ৭ হাজার ঘনফুট কাঠ ও ১৫ হাজার ৪১১ লম্বাফুট কাঠ, ৪ হাজার ৩৪৫ কেজি চা পাতা, ১৮টি ট্রাক, ৫টি পিকআপ, ৪টি প্রাইভেটকার, ১৩টি সিএনজি চালিত অটোরিকশা, ৪০টি মোটর সাইকেল এবং ১১৬টি গাড়ির যন্ত্রাংশ। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি পিস্তল, ১টি রিভলবার, ৭টি বন্দুক, ৩টি ওয়ান শুটার গান, ১টি দেশীয় তৈরি এলজি, ৬টি এয়ার রাইফেল, ১২টি ম্যাগাজিন, ২৯টি এয়ার রাইফেল স্প্রিং, ৫৪ রাউন্ড গুলি এবং ৪টি হাত বোমা।

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫০ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৬৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর