শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশ হবে ক্যান্টনমেন্টের মতো পরিচ্ছন্ন: পরিবেশমন্ত্রী

সারাদেশ হবে ক্যান্টনমেন্টের মতো পরিচ্ছন্ন: পরিবেশমন্ত্রী

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, যখন ক্যান্টমেন্টের ভেতর দিয়ে যাই তখন অযথা গাড়ির হর্ণ বাজাই না, যত্রতত্র ময়লা ফেলি না, পরিবেশ নষ্ট করি না। কিন্তু এই নিয়মগুলো ক্যান্টনমেন্টের বাইরে আমরা পালন করি না। এজন্য পরিববেশের দিক থেকে সারাদেশকে আমরা ক্যান্টনমেন্টের মতো বানাতে চাই। 

বুধবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পরিবেশ রক্ষায় জনসচেতনতা’ বিষয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) এর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা শহরে অযথা হর্ণ বাজিয়ে শব্দদূষণ করা হয়- সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হলে মন্ত্রী বলেন, যানবাহনে আগামীতে হাইড্রোলিক হর্ণ বাজানো বন্ধ করা হবে। এটা নিয়ে কাজ করছি। তবে এর জন্য সবার মাঝে সচেতনতা প্রয়োজন। 
 
তিনি বলেন, মানুষ যাতে আইন মানতে বাধ্য হয় সেজন্য কাজ করছি। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিবেশ যাতে দূষণ না হয় সেজন্য কাজ করেছি, এখনো করে যাচ্ছি। ডেঙ্গুর উৎপাত ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও মনে করেন তিনি। 

মন্ত্রী বলেন, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখনো পলিথিনের ব্যবহার হচ্ছে। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক গণসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, গত ছয় ম‌াসে পরিবেশ অধিদফতরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মোট ১২২টি অভিযানে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ বন্ধে সারাদেশে ৮টি টাস্কফোর্স কাজ করছে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর