শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জনগণ তাদের আসল রূপটা বুঝতে পেরেছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ তাদের আসল রূপটা বুঝতে পেরেছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

 

পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে- এমন গুজব ছড়ানোর পর সারাদেশে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অনেক নিরীহ মানুষের প্রাণ গেছে। তবে এ বিষয়ে সরকারও বসে নেই। এখন পর্যন্ত ১০০ গুজব রটনাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও বলেন, দেশে জঙ্গী নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও জঙ্গীর মূলোৎপাটন কিংবা নির্মূল করতে পারিনি। তাই কিছু কিছু জায়গায় এখনও তারা আক্রমণ করতে চায়।

জাতীয় শোক দিবস পালনসংক্রান্ত সার্বিক নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। গুজব বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের ভাল হোক, এ দেশ এগিয়ে যাক এটা অনেকেই চান না। স্বাধীনতার সময়ে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আমাদের দেশের ক্ষতি করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে তৎপর থাকে। তবে এগুলো আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। জনগণ তাদের আসল রূপটা বুঝতে পেরেছে। তাই জনগণ তাদের এসব কর্মকা- বা গুজব বিশ্বাস করে না।

গুজবের কারণে পদ্মা সেতু নির্মাণ মোটেই বিলম্ব হবে না। এ কারণে সেতু নির্মাণে বিলম্ব হবে, এটা হাস্যকর গুজব। এর আগেও যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু, মেঘনা নদীতে সেতু নির্মাণ করেছি। এসব ক্ষেত্রে তো কোন রক্ত লাগেনি। তবে কেন এই পদ্মা সেতুর ব্যাপারে এ ধরনের গুজব? যারা পদ্মা সেতু চায়নি তারা মনে করছেন এসব গুজব রটালেই মনে হয় পদ্মা সেতু বন্ধ হয়ে যাবে। পদ্মা সেতু হচ্ছে, সিডিউল অনুযায়ীই পদ্মা সেতু জনগণের জন্য খুলে দেয়া হবে।

গুজবের ঘটনা এখন নিয়ন্ত্রণে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, সেই চিহ্নিত লোকগুলোই গুজব করছেন। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। ১০০ জনের মতো গুজব রটনাকারীকে আমরা ধরে ফেলেছি। গুজব ধীরে ধীরে কমে আসছে। এটা আরও কমে যাবে। কারণ, সাধারণ জনগণ এগুলো বিশ্বাস করে না।

এ ধরনের গুজব সৌদি আরব থেকে রটানো হচ্ছে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশী কোন শক্তি আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটায় না। আমাদের দেশের কিছু দুষ্কৃতিকারীই এটা করে। আমরা যখন তাদের চিহ্নিত করি তখন তারা বিভিন্ন কৌশলে দেশ ত্যাগ করে। তারা বিদেশে গিয়েও ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের আইনের আওতায় আনার জন্যও দেশে নিয়ে আসছি। যেখানেই তারা অবস্থান করুক তাদের চিহ্নিত করে দেশে এনে আইনের আওতায় নিয়ে আসব। দেশের বিরুদ্ধে কাজ করতে কাউকে এ্যালাও করব না।

এদিকে এখন পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শোক দিবস ও ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে নাশকতার কোন আশঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে জঙ্গী নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও জঙ্গীর মূলোৎপাটন কিংবা নির্মূল করতে পারিনি। তাই কিছু কিছু জায়গায় এখনও তারা আক্রমণ করতে চায়। তিনি বলেন, জঙ্গীরা বাইরের কেউ নয়। আগের জঙ্গীরাই নতুন নতুন নামে আত্মপ্রকাশ করছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

জাতীয় শোক দিবস পালনসংক্রান্ত সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার বাসার কাছাকাছি খামারবাড়িতে বোমা রেখে গিয়েছিল আরও কয়েকটি জায়গায় এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা ছিল- যার দায় আবার আইএস স্বীকারও করেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় বলেছি আমরা জঙ্গীদের একেবারে মূলোৎপাটন বা নির্মূল করতে পারিনি। তবে আমরা তাদের নিয়ন্ত্রণে রেখেছি।

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই