• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

পদ্মা সেতুতে মাথা লাগার গুজবে নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য:বি চৌধুরী

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯  

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে—এ গুজবটি রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তার দাবি, পদ্মা সেতু বন্ধ করার জন্য ষড়যন্ত্রকারীরা গুজব ছড়াচ্ছে। শনিবার (২৭ জুলাই) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পিপলস পার্টি—বিপিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। বি চৌধুরী বলেন, কেউ কেউ বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করছে। কিন্তু তাদের বক্তব্যের ভিত্তি অসত্য। সম্প্রতি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রী আমেরিকায় গিয়ে যে বক্তব্য রেখেছেন, তা কোনোভাবেই শোভনীয় বা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক অস্থিরতা ও অপরাধ বেড়ে যাওয়ার পেছনেও রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে দাবি করে বিকল্পধারার সভাপতি বলেন, যেসব রাজনৈতিক দল এই পরিকল্পনার সঙ্গে জড়িত তাদের দেশপ্রেম নেই। বাংলাদেশ থেকে হিন্দু, মুসলিমসহ একটি বিরাট জনগোষ্ঠী অনাবাসিক অথবা নাগরিক হিসেবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ইত্যাদি দেশে বসবাস করছে উল্লেখ করে বি চৌধুরী বলেন, এদের একটি সঠিক পরিসংখ্যান নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাবো। বিপিপির সভাপতি বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাস
আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ