• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

‘পদ্মা সেতুতে মাথা লাগবে বলে একটি চক্র গুজব ছড়াচ্ছে’

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯  

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে একটি চক্র সারা দেশে গুজব ছড়াচ্ছে। পদ্মা সেতু শিবচর ও জাজিরায়। এই এলাকায় মানুষের মাথা কাটার মত কোন ঘটনা ঘটেনি। তাহলে এই ধরনের কোন ঘটনা কেন অন্য এলাকায় ঘটবে। আসলে এটি একটি ষড়যন্ত্র। আওয়ামী লীগ সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র গুজব ছড়াচ্ছে। তবে গুজবে দেশের উন্নয়ন ব্যাহত করা যাবে না। এ রকম আরো অনেক ষড়যন্ত্র আসবে, সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই ইনশাল্লা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাবেন। চিফ হুইপ তার ছোট বোন ও তার স্বামীর উদ্দেশে বলেন, অতীতে শিবচরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে তাঁরা অনুদান দিয়েছেন। আজও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা অনুদান প্রদান করায় শিবচরবাসীর পক্ষ থেকে আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শিবচরে এখন নদী ভাঙন ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনারা সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ান। যে যতটুকু পারেন তাঁদেরকে সাহায্য করুন। শনিবার (২৭ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত মাদারীপুরের শিবচরে একটি গুচ্ছগ্রাম, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন ও আটটি শিক্ষা প্রতিষ্ঠানে তারেক মোহাম্মদ হায়দার ট্রাস্টের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চিফ হুইপের ছোট বোন তারেক মোহাম্মদ হায়দার ট্রাস্টের পরিচালক নীপা চৌধুরী ও তার স্বামী ট্রাস্টের চেয়ারম্যান হায়দার হোসেন এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী। দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসীর সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে গৃহহীন ৫০টি পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজেল হোসেন খান (তোতা)সহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে চিফ হুইপ অতিথিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ চলাকালিন সাত থানার এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন খানের বাড়িতে মধ্যাহ্ন ভোজ শেষ করে বিকালে ঢাকার উদ্দেশে রওনা হন।
আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ