• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

নড়াইলে পদ্মা সেতুর গুজবের অপরাধে নাজমুল ওরফে বাবু গ্রেফতার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯  

‘বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে বাধা পড়েছে তাই এক লাখ বা তার অধিক পরিমাণ মানুষের মাথা প্রয়োজন, পদ্মা সেতুর কাজ চালাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে এই মাথা সংরক্ষণের জন্য সারা দেশে ৪২টি দল বের হয়েছে’- এমন গুজব নাজমুল হোসাইনের ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়। এ গুজব পোস্ট করার অপরাধে নাজমুল ওরফে বাবুকে (৪০) পুলিশ আটক করেছে। নড়াইল সদর পৌরসভার মহিষখোলা গ্রামের মোহর আলী সরদারের ছেলে নাজমুল। গতকাল শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, নড়াইল জেল গেটের সামনে থেকে নাজমুলকে আটক করা হয়। এ সময় তার স্যামসং মোবাইল ফোন সেট জব্দ করা হয়। কাজী হাসানুজ্জামান মিন্টু নামে আরেকজনের আইডিতেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ