• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

ঢাকা আসছেন নেদারল্যান্ডের রানী

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

বাংলাদেশে আসছেন নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। আগামী ৯ জুলাই বিকেলে ঢাকা পৌঁছাবেন রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। তিনি জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট।

ঢাকা সফরে ডাচ রানী জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রানী ম্যাক্সিমার ঢাকা অবতরণের আগে আগামী ৮ জুলাই বাংলাদেশ পৌঁছাবে তার বিশেষ নিরাপত্তা দল এবং অন্যান্য সহায়তাকারী দল। ঢাকা সফরকালে বিশেষ নিরাপত্তা পাবেন ডাচ রানী। 

আগামী ১১ জুলাই রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতির ঢাকা সফর শেষ হবে। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। সফরসূচি অনুযায়ী, ঢাকা অবস্থানকালে ডাচ রানী হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করবেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ