বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেকার যুবকদের প্রশিক্ষিত করা হচ্ছে

বেকার যুবকদের প্রশিক্ষিত করা হচ্ছে

 

সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, যুব উন্নয়ন অধিদফতর বেকার যুবদেরকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ৮২টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, ২০০৯-১৯ সালের মার্চ পর্যন্ত এ প্রশিক্ষণের আওতায় সর্বমোট ২৬ লাখ ৪৯ হাজার ৩৫৩ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচিত এমপি মো. আনোয়ারুল আজীম আনারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, সরকার ২০০৯ সাল হতে যুবদের বেকারত্ব দূরীকরণ ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান, উদ্ধুদ্ধ করণ, আত্ম কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং ন্যাশনাল সার্ভিস কমসূচিসহ বিভিন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এর আলোকে ওই সাড়ে ২৬ লাখের বেশি যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে প্রশিক্ষণণোত্তর আত্মকর্মসংস্থানের জন্য মোট ৬ লাখ ৪৬ হাজার ৮৫৫ জনকে ৯৭৫ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।

পীর ফজলুল রহমানের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম এবং মানিকগঞ্জ জেলায় আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর