বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বালিশ দুর্নীতির তদন্ত প্রতিবেদন এ মাসেই

বালিশ দুর্নীতির তদন্ত প্রতিবেদন এ মাসেই

 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য আবাসন পল্লীর বিছানা, বালিশ, আসবাব কেনা ও তা ভবনে তোলার দুর্নীতি অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৩০ জুনের মধ্যে জমা দেবে। সচিবালয়ে দুপুরে শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত গ্রিনসিটিতে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ক্রয়ে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। একটি বালিশের পেছনে ব্যয় দেখানো হয়েছে ৬ হাজার ৭১৭ টাকা। এর মধ্যে এর দাম বাবদ ৫ হাজার ৯৫৭ টাকা আর সেই বালিশ নিচ থেকে ফ্ল্যাটে উঠাতে খরচ ৭৬০ টাকা উল্লেখ করা হয়েছে।

সারাদেশে এই কেলেঙ্কারি ‘বালিশ দুর্নীতি’ হিসেবে আলোচিত হয়। পরে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে গণপূর্ত মন্ত্রণালয়।

তিনি বলেন, বিষয়টি একটু গভীরে গিয়ে তদন্ত করতে চাচ্ছি, দায়সারাভাবে নয়। এজন্য ৩০ দিন সময় বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমরা রিপোর্ট প্রকাশের প্রাকটিস করেছি। এই রিপোর্টটিও প্রকাশ করব।  আশা করি ৩০ জুন আমরা রিপোর্ট পেয়ে যাবো। এরপর এফআর টাওয়ারের মতো রিপোর্টটা সবার সামনে প্রকাশ করব। কিছুই গোপন থাকবে না।’

তিনি বলেন, রাজউকের এফআর টাওয়েরের ঘটনায় যেমন ৬২ জনকে দোষী করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি। এটা প্রক্রিয়াধীন বিষয়। রূপপুরের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রিপোর্টের ভেতরই সীমাবদ্ধ থাকব না।

অপরদিকে সচিবালয়ে সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও আওতাধীন দফতর-সংস্থার বার্ষিক কর্মস্পাদন চুক্তি অনুষ্ঠানে তিনি বলেন,দীর্ঘসূত্রিতা পরিহার করে সবাইকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হতে হবে। কোনো সেবা প্রার্থীকে যেন মন্ত্রণালয় থেকে কোনো অজুহাতে ফিরিয়ে দেয়া না হয়। অহেতুক কারো ফাইল যেন আটকে রাখা না হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, রাজউক, গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ের সব দফতর-সংস্থাকে জনবান্ধব করতে চাই। সব বিভাগে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে চাই। একজন মানুষও যেনো মন্ত্রণালয় ও দফতর-সংস্থায় সেবা নিতে এসে টাকার কারণে আটকে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

মন্ত্রী বলেন, ২৩ জুন বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এ দিন ঐতিহ্যের উত্তরাধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের বড় বড় অর্জন, তা কিন্তু আওয়ামী লীগের নের্তৃত্বে বাঙালি জাতির ইতিহাসে অবিসংবাদিত নেতা, কালজয়ী মহাপুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে হয়েছে।

মন্ত্রণালয় ও আওতাধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অর্থনীতিতে সমৃদ্ধ, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে থাকবে না ঘুষ-দুর্নীতি, ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য। বাংলাদেশকে সে জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবিরাম পরিশ্রম করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টিমের সদস্যরা। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমিসহ আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী।

তিনি বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক এ দেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষদের কর্মচারী আমরা। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। যাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন ও আমার সম্মানী দেয়া হয়, যাদের কল্যাণের জন্য এই রাষ্ট্রব্যবস্থা তাদের জন্য আমরা একটি টিমে কাজ করছি। এটা অবশ্যই মনে রাখতে হবে। অতীতের ভূল, অশুদ্ধতা, অনাকাঙ্ক্ষিত অনিয়ম, দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন। অতীতের গ্লানি, অনিয়ম, দুর্নীতি, অনৈতিকতাকে পরিহার করে শুদ্ধ হতে হবে। আমরা আশা করছি শুদ্ধাচার পুরস্কারে প্রত্যেকেই উৎসাহিত হবেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর