শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শপথ নিলেন বিএনপির জাহিদুর, অপেক্ষায় আরও দুই এমপি

শপথ নিলেন বিএনপির জাহিদুর, অপেক্ষায় আরও দুই এমপি

একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খানের পর এবার দলীয় সিদ্ধান্ত ডিঙ্গিয়ে শপথ নিলেন ধানের শীষের জাহিদুর রহমান। তিনি ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নিয়েছেন তিনি। সকাল সাড়ে ১১টার দিকে জাহিদুরের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়ে দুপুর ১২টার দিকে শেষ হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্পিকারের কার্যালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালেই জাহিদুর রহমান স্পিকারের কার্যালয়ে উপস্থিত হন এবং স্পিকারের কাছে তিনি শপথ গ্রহণ করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হন ৮ জন। এরমধ্যে ২ জন গণফোরামের এবং ৬ জন বিএনপির। শোচনীয় পরাজয়ের পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল বর্জন এবং বিজয়ীদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত দেয় বিএনপি তথা ঐক্যফ্রন্ট। কিন্তু গণফোরামের দুজন নির্বাচিত এমপি সিদ্ধান্ত না মেনে শপথ নেন। এতে বিপাকে পড়ে বিএনপি। সর্বশেষ বিএনপির ৬ প্রার্থীকে শপথ না নিতে কড়া হুঁশিয়ারি দেয়া হয় দল থেকে। কিন্তু তা না মেনে শপথ নিলেন জাহিদুর রহমান।

এদিকে শপথে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি থেকে নির্বাচিত আরও দুইজন এমপি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মো. হারুনুর রশীদ বলেছেন, তিনি সংসদে গিয়ে নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরতে চান। তিনি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে’কে জানায়, শপথ না নিলে তিনি এলাকায় যেতে পারবেন না এবং তাকে এলাকার লোকজন মারবে। তাই তিনি শপথ নিতে চান।

এছাড়া বগুড়া- ৪ আসন থেকে নির্বাচিত এমপি মো. মোশাররফ হোসেন শপথ নিতে জনগণের চাপের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, যেহেতু জনগণ চায় আমি সংসদে যাই, সুতরাং আমি সংসদে যাব। কিন্তু এর জন্য একটু সময় লাগবে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই।

এমন প্রেক্ষাপটে বিএনপি থেকে নির্বাচিত ওই দুই এমপি হারুনুর রশীদ এবং মোশাররফ হোসেন যেকোনো দিন শপথ নেবেন বলেই জানা গেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই