শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘শ্রীলঙ্কায়’ নীরব বিএনপি, সমালোচনার ঝড়

‘শ্রীলঙ্কায়’ নীরব বিএনপি, সমালোচনার ঝড়

শ্রীলঙ্কার বোমা হামলা নিয়ে আলোচনার ঝড় বইছে সারাবিশ্বে। শোকে স্তব্ধ বিশ্ববাসী। এমন বর্বরোচিত হামলায় যখন নিন্দার ঝড় বইছে তখন এ বিষয়ে নীরব বিএনপি।

এ হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়। এর ফলে শ্রীলঙ্কার শোক বাংলাদেশে ভিন্ন মাত্রা পেয়েছে। যদিও বিশ্ব মানবতার টানে জাতি-বর্ণ নির্বিশেষে শোকাহত পুরো দেশ। কিন্তু দেশের প্রধান বিরোধী দলের দাবিদার বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। এ বিষয়ে তারা একেবারে নীরব। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহল থেকে সমাজের সর্বস্তরে।

সমালোচনা উঠেছে, বিএনপির নেতারা খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক আন্দোলন কর্মসূচি, ক্ষমতায় যাওয়ার বাসনাসহ বিভিন্ন ইস্যু নিয়ে ফিরিস্তি দেয় অথচ সারা বিশ্বে মানবতা যখন বিপর্যস্ত তখন তারা নীরব। বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বা আদর্শিক বিরোধ থাকতেই পারে কিন্তু একটি শিশু রাজনৈতিক সমাচারের ঊর্ধ্বে, তাকে নিয়ে কোনো বিবৃতি না দিলেও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতেও পারতো বিএনপি।

অথচ শোকবার্তা প্রকাশের জন্য মুখিয়ে থাকে বিএনপি। কেবল রাজনৈতিক ফায়দা লুটতে তারা ইস্যু খুঁজে বিবৃতি দেয়। সম্প্রতি প্রবীণ সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যু নিয়ে তারা গণমাধ্যমে শোকবার্তা পাঠিয়ে সমালোচিত হয়েছে। কেননা, চিকিৎসাধীন সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করে সহমর্মিতা প্রকাশে প্রথম সারিতে থাকার দৌড় প্রতিযোগিতায় নেমে জলজ্যান্ত মানুষের মৃত্যুতে শোকবার্তা পাঠায় বিএনপি।

এমন প্রেক্ষাপটে বলা হচ্ছে, একজন জীবিত মানুষকে মৃত বলে ফায়দা লুটলেও শ্রীলঙ্কায় বর্বরোচিত হামলার প্রায় তিন শতাধিক প্রাণের মৃত্যু নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া জানালো না। এমনকি দেশের একজন শিশু নিহতের ঘটনাতেও তারা নীরব।
এই নীরবতাই বিএনপির নীতিগত স্খলনের প্রমাণ। তারা আসলে স্বার্থের বাইরে কিছুই বোঝে না।

জন বিচ্ছিন্ন রাজনৈতিক দলের কী পরিণতি হতে পারে সেটা বিএনপিকে দেখলেই বোঝা যায়। বিএনপি কেন শিশুটি নিহত হওয়ার পর তার পরিবারকে শোক জানায়নি, তা জানতে চেয়ে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি। তারা কেবল বলেছেন, এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। এটি নিয়ে আমাদের কথা বলা উচিৎ হবে না। রাজনীতির যে ন্যূনতম সৌজন্যতাবোধ বিএনপির লোপ পেয়েছে তা নতুন করে প্রমাণিত হলো। তারা এসব বিষয় নিয়ে ভাবার মতো অবস্থায় নেই বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 
 
 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক