শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাত-পা বেঁধে ছাত্রী ধর্ষণ। শিবির নিয়ন্ত্রিত কোচিংমালিক পলাতক

হাত-পা বেঁধে ছাত্রী ধর্ষণ। শিবির নিয়ন্ত্রিত কোচিংমালিক পলাতক

ফেনীতে মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ছাত্রী নুসরাত জাহান রাফি ধর্ষণচেষ্টা ও পরবর্তীতে হত্যার ঘটনায় সারাদেশে যখন প্রতিবাদ চলছে ঠিক তখনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে নবম শ্রেনীর এক ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রশিবির পরিচালিত একটি কোচিং সেন্টারের মালিকের বিরুদ্ধে। সৃজনশীল নামের কোচিং সেন্টারের মালিক ও অভিযুক্ত এই শিক্ষকের নাম সাইফুল ইসলাম।

উপজেলার উত্তর আমিরাবাদ এলাকার আব্দুস সোবহানের ছেলে অভিযুক্ত সাইফুল ইসলাম উত্তর আমিরাবাদ এলাকায় কোচিং সেন্টারটি স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীদের নিয়ে পরিচালনা করে আসছিলেন বলে নিশ্চিত করেছে লোহাগাড়া থানা পুলিশ। এলাকাবাসী বলছে, এর আগেরও কোচিংয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীতাহানির অভিযোগ থাকলেও তা স্থানীয় ভাবে মিমাংসা করা হয়।

৯ম শ্রেনীর সেই ছাত্রী ধর্ষনের ঘটনায় গত ১৫ এপ্রিল লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন স্কুল ছাত্রীর মা। মামলা সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম উত্তর আমিরাবাদ এলাকায় সৃজনশীল নামে একটি কোচিং সেন্টার খুলেন। ভিকটিমসহ একই পরিবারের ৪ সহোদর সেই কোচিং সেন্টারে পড়তেন। সে সুবাধে অভিযুক্ত সাইফুল ইসলামের সাথে ভিকটিমের পরিবারের সাথে যুগসূত্র তৈরি হয়। ওই ছাত্রীর মা ঘটনার বর্ননায় বলেন , ঘটনার আগের দিন আমি বড় মেয়ের শ্বশুরবাড়িতে যাই। পরদিন ১২ এপ্রিল সকাল ৮টার দিকে সাইফুল আমাকে ফোন করে আমি কোথায় আছি তা জানতে চান। আমি বড় মেয়ের শ্বশুরবাড়িতে আছি বলে জানাই। এরপর তিনি আমাদের ঘরে এসে আমার মেয়েকে একা পেয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে গুরুতর আহত করেন। এ সময় মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সাইফুল পালিয়ে যান। পরে মেয়েকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে গত ১৮ এপ্রিল মেয়েকে নিয়ে বাড়ি আসি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, ঘটনার জানাজানি হওয়ার পর থেকেই কোচিং সেন্টার বন্ধ করে আসামি আত্মগোপনে চলে গেছে। এমনকি তার পরিবারে কোন পুরুষ মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তবে পুলিশ তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক