• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেল: শেখ হাসিনা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

জনগণের ভোটে ক্ষমতায় না এসে অন্য কোনো উপায়ে সরকার গঠন করলে সে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

আজ সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও রাজউক আয়োজিত ১১টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিল তারা কখনো জনগণের জন্যে কাজ করেনি। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে এখন এত উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছে। সেসব বিবেচনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি ২০২৩ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে জানিয়ে সবাইকে আবারো সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ