বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক

দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক

তিন দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সর্বশেষ ভারত সফরে এই দিনক্ষণ চূড়ান্ত হয়। এখন সফরসূচি চূড়ান্ত করার কাজ করছে ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন-জেসিসি বৈঠক গত রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা হয়। এখানেই ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করা হয়। জেসিসি বৈঠক শেষে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ ঠিক করেছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরবর্তীতে তিনি আবার জাতিসংঘে যাবেন। আগস্টে তো যাওয়া যাবে না। আর মাত্র জুলাই আছে। আমরা মনে করি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা ওই সময়টায় প্রথম ১০ দিন কনভিনিয়েন্ট টাইম (সুবিধাজনক সময়)। তারাও (ভারত) সেভাবে একটা তারিখ দিয়েছে, ওয়ার্কিং ডেট দিয়েছে। এখন প্রধানমন্ত্রীর দফতর যদি সেটায় রাজি হয়, তাহলে তা পালন করা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মোমেন। আর সেগুলো নিয়ে জেসিসিতে আলাপও হয়েছে জানিয়ে মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি। সেগুলো বাস্তবায়ন করব। সেটার আলাপ আমরা জেসিসিতে করেছি। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে দুই দেশের কর্মকর্তারা। এর মধ্যে অভিন্ন নদীগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর সফরের আগে জেআরসি বৈঠকের চিন্তাও করা হচ্ছে। পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে দুই দেশের। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে শীর্ষ সফরের আগে সচিব পর্যায়ের বেশ কয়েকটি সফর বিনিময়েও কথাও জানিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো। প্রধানমন্ত্রী তার সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। পাশাপাশি তিনি ভারতের নতুন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর