শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের প্রথম টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্দর নগরী চট্টগ্রামে রবিবার (২৪ ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ দুটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ এর খনন কাজ এবং লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ ১৬ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী টানেলের খননকাজ পরিদর্শন করেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ বাংলাদেশের প্রথম যানবাহন চলাচলকারী সুড়ঙ্গপথ। এর আগে প্রধানমন্ত্রী বিমানে করে ঢাকা থেকে রওয়ানা দিয়ে আজ সকাল ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান। সেখান থেকে সড়কপথে পতেঙ্গায় যান তিনি । এছাড়া দুটি প্রকল্প ‘কর্ণফুলী টানেল ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে’র নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি পতেঙ্গার সাগর পাড়ে সুধী সমাবেশে বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ এর নির্মাণে ব্যয় হবে ৯ হাজার ৮৮০ কোটি টাকা। এটি পতেঙ্গা নেভাল একাডেমী পয়েন্ট থেকে কাফকো ও সিইউএফএল পয়েন্টের মাঝখান দিয়ে অন্য প্রান্তে যাবে। নদীর তলদেশে সর্বনিম্ন ৩৬ ফুট থেকে সর্বোচ্চ ১০৮ ফুট গভীরে স্থাপন করা হবে দুটি টিউব। টানেলের কাজ এরই মধ্যে ৩২ শতাংশের বেশি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। পুরো প্রকল্প বাস্তবায়ন করতে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছে সেতু বিভাগ। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মিত হলে চট্টগ্রামে ‘ওয়ান সিটি টু টাউনে’ পরিণত হবে। চট্টগ্রাম শহরের বন্দর এলাকার সঙ্গে নদীর অন্য তীরের আনোয়ারা উপজেলা সড়কপথে যুক্ত হবে। এ টানেল চালু হলে পর্যটন নগরী কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি কর্ণফুলীর দুই সেতুর ওপর যানবাহনের চাপ কমবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই