• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

‘বিমান ছিনতাই চেষ্টাকারীর কাছে ছিল খেলনার পিস্তল’

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯  

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিনতাই চেষ্টাকারীর কাছে ছিল 'খেলনা পিস্তল'। সেই পিস্তল দিয়েই ভয় দেখিয়ে মাহাদী নামে ওই যুবক জিম্মি নাটকের চেষ্টা করেছিল।

কমান্ডো অভিযানে নিহত হওয়ার পর তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষা করে তা খেলনা পিস্তল ছিলো বলে জানিয়েছে পুলিশ। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএমপি কমিশনার বলেন, মাহাদীর কাছ থেকে পাওয়া পিস্তলটি একটি খেলনা পিস্তল। 

চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের ফ্লাইটটি বিকালে ঢাকা থেকে রওনা হওয়ার পর মাঝ আকাশে অস্ত্রধারী ওই যুবক যাত্রীদের ভয় দেখানোর পাশাপাশি ক্রুদের জিম্মি করেন। পরে কমান্ডো অভিযানে নিহত হন ওই যুবক।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ