ওভারটাইম-বিদেশ মিশন যেতে বেশি আগ্রহ পুলিশের
আলোকিত সিরাজগঞ্জ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯

ওভারটাইম ও বিদেশে মিশনে যাওয়াসহ বিভিন্ন দাবি করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি করেন তারা।
সন্ধ্যা সাড়ে ৬টায় রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের এসপি ও তদূর্ধ্ব অফিসারদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের একজন ডিআইজি ও এসপি, ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের ওভারটাইম দেয়ার ব্যবস্থা করার দাবি জানান।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরকে পুলিশ সদর দফতরের অধীনে আনার দাবি জানান মুন্সিগঞ্জের এসপি। কক্সবাজারে এসপি বলেন, রোহিঙ্গা শিবিরে দায়িত্ব পালনকারী সব পুলিশ সদস্যদের আলাদা ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে।
আরেক এসপি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা মাদক উদ্ধার করলে অর্থ পুরস্কার পান। মাদকদ্রব্য উদ্ধারে পুলিশও যেন আনুপাতিক হারে অর্থ পেতে পারে এ ধরনের সুবিধা প্রদান করা হোক। অবৈধভাবে বাংলাদেশে বসবাসরত বিদেশিদের দেশে পাঠানোর জন্য পৃথক ডেপুটেশন সেন্টার এবং তাদের বিদেশে পাঠানোর জন্য অর্থ বরাদ্দ দেয়ার দাবি করেন একজন ডিআইজি।
একজন এসপি এবং ঢাকার একজন ডিসি বলেন, পুলিশ বাহিনীতে মোট ১০টি অথবা প্রতিটি বিভাগে হেলিকপ্টার প্রদান এবং হেলিকপ্টার স্কোয়াড গঠন করতে হবে। একজন এসপি বলেন, প্রতি জেলায় একটি করে সাঁজোয়া যান (এপিসি) দিতে হবে। এ ছাড়াও জেলার আইনশৃঙ্খলা সভায় সভাপতির দায়িত্ব দিতে হবে এসপিকে।
একজন ডিআইজি বলেন, বিদেশের বিভিন্ন মিশনে পুলিশ সদস্যদের পদায়ন করতে হবে। মাদক মামলার আলামত দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এয়ারপোর্ট এপিবিএনের জন্য ৪৬০ জন জনবল দেয়ার আহ্বান জানান তিনি। ডিও লেটারের মাধ্যমে থানার ওসি নিয়োগ না করার আহ্বান জানান নারায়ণগঞ্জের এসপি।
সভায় আইজিপি বলেন, মাদকের সাথে বা অন্য কিছুর সাথে যদি পুলিশ সদস্যরা জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবৎ থাকবে।
সবার কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেশের নিরাপত্তার জন্য এত কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের দাবি-দাওয়াগুলো আমি শুনলাম, এগুলো যৌক্তিক। আশা করি, আপনারা এগুলো পাবেন। তাছাড়া প্রধানমন্ত্রী তো বলেছেন- যে যে ইউনিটের যত জনবল দরকার সেগুলো জানালে তিনি সেগুলো দিয়ে দিবেন।’
পুলিশের এক দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যে মাদকদ্রব্য উদ্ধার করি এগুলোর কোনো সেল ভ্যালু নেই। তাই আমরা এগুলো ধ্বংস করে ফেলি।’
তিনি আরও বলেন, বিদেশি আসামিদের দেশে পাঠানোর ব্যবস্থা করবো। এ ছাড়াও ৩৫ লাখ মামলা জট নিষ্পত্তির জন্য আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবো।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেরই বিসিএস পাশ করে স্বপ্ন থাকে এসপি হওয়ার। তাই এসপিদের মেয়াদ ও দায়িত্ব নিয়ে কিছু বিধান তৈরির জন্য আমি আইজিপিকে বলেছি। আশা করি সেটা হয়ে যাবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি পুলিশের কল্যাণ সভায় যোগ দিয়ে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া শোনেন এবং সেগুলো পূরণের আশ্বাস দেন।

- মানবতার তাগিদেই মানুষের পাশে দাঁড়ানো উচিত- জয় এমপি
- উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
- বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে সরাসরি মধ্যপ্রাচ্য যাবে জাহাজ
- বন্ধ হচ্ছে দেশবিরোধী প্রচারে জড়িত ১৯১ নিউজ পোর্টাল
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় মেক্সিকো
- রমজান ঘিরে বাড়ছে আমদানি
- রোহিঙ্গা আসা ঠেকাতে বিজিবিকে চিঠি
- সমন্বিত ট্র্যাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা করছে সরকার
- সীমান্ত সড়ক পরিদর্শনে সেনাপ্রধান
- অল্প সময়ে ডলারের বিনিময় মূল্যের অসামঞ্জস্যতা দূর হবে: গভর্নর
- পাবনায় পুনবার্সন হলো ১৩১ ভিক্ষুক
- বেসরকারি খাতে বৈদেশিক ঋণে তদারকি বাড়ল
- আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেল বাংলাদেশ
- আওয়ামী লীগ ক্ষমতায় বলেই এত উন্নয়ন- প্রধানমন্ত্রী
- দোকানের মতো জিলাপি ঘরেই তৈরির রেসিপি
- শাহরুখ খান এলে যেতে চান জায়েদ খান
- বিশ্বকাপে নিজের আচরণে অনুতপ্ত মেসি
- বিয়ে ছাড়াই সন্তান জন্ম দেওয়ার অনুমোদন চীনের সিচুয়ানে
- মাটি ছাড়াই সবজি চারা উৎপাদন করে লাভবান আরাফাত
- এক গ্রামের মাঠে কয়েক কোটি টাকার নিরাপদ শসা
- তাড়াশে রাস্তার কাজ উদ্বোধন
- রায়গঞ্জে পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত
- সিরাজগঞ্জে নাসিম স্মৃতি ফুটবল ফাইনালের পুরস্কার বিতরণীতে জয় এমপি
- সিরাজগঞ্জ মেয়রের আওয়ামীলীগ নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা
- সিরাজগঞ্জে কৃষি ঋণ মেলায় ৩ কোটি টাকা বিতরণে মিল্লাত এমপি
- উল্লাপাড়ার যে হাট বদলে দিল কৃষকের জীবন
- সিরাজগঞ্জের যমুনার চরে আধুনিক চাষে সুদিন ফিরছে
- বীর মুক্তিযোদ্ধাদের তথ্যচিত্র সংরক্ষণ কার্যক্রম শুরু
- বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ
- আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেল: শেখ হাসিনা
- রঙিন মাছ চাষে তারেকের মাসে আয় ৪০ হাজার!
- শাহজাদপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের মালচিং শীটে স্কোয়াশের হাসি
- একটি ছাগল দিয়ে শুরু করে কোটিপতি তরুণ উদ্যোক্তা রাসেল!
- কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম আরাফাত
- সিরাজগঞ্জে ধূমপান ও তামাক প্রতিরোধে কনফারেন্স অনুষ্ঠিত
- দ্বিগুণ লাভে শরীফের ১৫ লাখ টাকার কুল বিক্রির আশা!
- ৩টি গরু দিয়ে শুরু করে কোটি টাকার খামারের মালিক নাসরিন!
- ৫০০০ মানুষ পেয়েছে ডা. মিল্লাত এমপি’র বিনামূল্য স্বাস্থ্যসেবা
- বোরো ধান উৎপাদনে উল্লাপাড়ায় ‘ট্রে’ পদ্ধতিতে বীজতলা তৈরি
- সিরাজগঞ্জে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- চৌহালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা
- কামারখন্দে রবি মৌসুমের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
- প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে রাসেলের চমক!
- কামারখন্দে মুগবেলাই গ্রামের মজনু ক্যাপসিকাম চাষে স্বাবলম্বী
- নড়াইলে কুল চাষে রাকিবুলের ভাগ্যবদল
- ছাগলের দুধ বিক্রিতে নুর হোসেনের চমক, মাসিক আয় ২৮ হাজার টাকা!
- ৫ জাতের বরই চাষে রফিকুলের ৮ লাখ টাকা লাভের আশা!
- তাড়াশে খেজুরের গুড় তৈরির ধুম, মান বজায় রাখতে নজরদারি
- ভাপা পুলি পিঠা তৈরির সহজ রেসিপি
- সিরাজগঞ্জে সরিষা ও মধুর সমন্বিত চাষে লাভবান হচ্ছেন চাষীরা
