বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য আটক

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য আটক


মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সজীবুল ইসলাম সজীব এ তথ্য জানিয়েছেন, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।

এসময় জব্দ করা হয়েছে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ ও প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, মোবাইল ফোন এবং একাধিক সিম কার্ড। বার্তা সংস্থা ইউএনবি'র এক প্রতিবেদনে বলা হয়, আটকরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর থানাধীন ঢাকপার এলাকার বাসিন্দা মো. ওহাব শেখের ছেলে মো. তারিকুল ইসলাম (২০) ও পার্শ্ববর্তী ভাপুরি গ্রামের গোঞ্জর শেখের ছেলে মো. মিলন শেখ (১৯)। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত সোয়া ৫টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।সজীবুল ইসলাম সজীব আরও জানান, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দুই প্রতারক নিজেদের ঘরে বসে পিএসসি, জেএসসি, এসএসসি 'অল এক্সাম হেল্প লাইন' নামের পেজে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের জন্য স্ট্যাটাস দেয়। যা দেখে অনেক সুযোগ সন্ধানী শিক্ষার্থীরা প্রলোভনে পড়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র ক্রয় করে প্রতারিত হয়।চক্রটি মেসেঞ্জার, হোয়াটস অ্যাপের গোপন গ্রুপে কথোপকথোন চালিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করে ফাঁদে ফেলতো। এর আগেও তারা ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে প্রতারণা করেছে বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

র‌্যাব-৮ এর সিপিএসসির উপ-অধিনায়ক জানান, চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে র‌্যাব।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর