শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ দিনে কমলাপুরে ১১ আগস্টের টিকিট বিক্রি চলছে

শেষ দিনে কমলাপুরে ১১ আগস্টের টিকিট বিক্রি চলছে

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কমলাপুর স্টেশনে শেষ দিন অর্থাৎ পঞ্চম দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ বিক্রি করা হচ্ছে ১১আগস্টের অগ্রিম টিকিট। 

শুক্রবার সকাল ৯টায় স্টেশনগুলোতে টিকিট বিক্রি শুরু হলেও ভোর ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে ১১ আগস্টের টিকিট বিক্রি চলছে। 

সরেজমিন ঘুরে দেখা যায়, উত্তরাঞ্চলগামী রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও পশ্চিম অঞ্চলগামী সুন্দরবন এক্সপ্রেস টিকিটের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।

রেলওয়ে তথ্য মতে, আজ ১০ হাজার ৬৩৬টি টিকিট অ্যাপসের মাধ্যমে বিক্রি করা হবে।  এছাড়া কমলাপুর রেলস্টেশনের কাউন্টার থেকে ১৮ হাজার ৬৩৬টি পশ্চিমাঞ্চলগামী বিভিন্ন ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হবে।

কমলাপুর রেলস্টেশনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর এক সদস্য ডেইলি বাংলাদেশকে বলেন, গত চার দিনের তুলনায় কমলাপুর রেলস্টেশনে আজকে টিকিট প্রত্যাশীদের ভিড় কমেছে। অন্যান্য দিন রাত গড়িয়ে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে টিকিট প্রত্যাশীদের লাইন স্টেশনের বাইরে চলে যায়, কিন্তু আজ টিকিট প্রত্যাশীদের লাইন খুব বড় হয়নি।

টিকিট কাটতে আসা বেসরকারি কর্মকর্তা রায়হান আবীর ডেইলি বাংলাদেশকে বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ ভিড় একটু কম। তাই টিকিট পেতে কোনো সমস্যা হবে না বলে আশা করছি। 

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক ডেইলি বাংলাদেশকে বলেন, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। এখনো কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। অনিয়ম রোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম আজ আমাদের শেষ হবে।৮ এবং ৯ আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি ছিল যাত্রীদের।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই