• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

চার্জে দিয়ে মোবাইলে গেম, প্রাণ গেল স্কুলছাত্রের

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

 

শেরপুরের শ্রীবরদীতে চার্জে দিয়ে মোবাইলে গেম খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার সাতানী শ্রীবরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রিজভি বিল্লাল অর্ণব ওই এলাকার ব্যবসায়ী আমিন জুবায়েদের ছেলে। তিনি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শ্রীবরদী থানার ওসি রহুল আমিন তালুকদার বলেন, অর্ণব মোবাইল চার্জে দিয়ে গেম খেলছিলো। হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে ঘরের লোকেরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ