• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

কৃষি মার্কেটের ৫০০ দোকান পুড়ে ছাই

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুনে প্রায় ৫০০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দুই মার্কেটে বৈধ-অবৈধ মিলে প্রায় সাতশ থেকে আটশ দোকান ছিল। কৃষি মার্কেটে কাপড়ের দোকানী মাহবুব হাসান বলেন, 'দোকানে ৫ লাখ টাকার মালামাল ছিল। প্রথমে হক বেকারিতে আগুন লাগে। পরে সেই আগুন মুহুর্তে ছড়িয়ে যায়। মার্কেটের পাঁচশর বেশি দোকান পুড়েছে।'

আরেক ব্যবসায়ী শফিকুল  বলেন, 'প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকতে পারলে আগুনে এতো দোকান পুড়ত না। ব্যবসায়ীদের সবকিছু পুড়ে ছাই। দোকান থেকে কিছুই বের করতে পারিনি।'

ওয়াহিদ নামের কাপড় ব্যবসায়ী বলেন, 'রাত সাড়ে ৩টার দিকে আমি ঘটনাস্থলে আসি। ৩০ মিনিট পর আমার দোকানে আগুন লাগে। দোকানটি মার্কেটের ভেতর হওয়ায় দোকানে যেতে পারিনি। দুই মার্কেটে প্রায় ৫শ বেশি দোকান ছিল। সব পুড়ে গেছে।'

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ