• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

লাভজনক হওয়ায় মাল্টা চাষে ঝুঁকছেন কৃষকরা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

লাভজনক হওয়ায় মাল্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় দিন দিন এই ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এবারের মৌসুমে বারি মাল্টা-১ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে মাল্টার চাষাবাদ করবেন বলেও জানান কৃষকরা।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় ৫৩ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। এরমধ্যে শিবপুর, রায়পুরা, বেলাবো ও মনোহরদী এই চার উপজেলায় মাল্টার ভালো ফলন পাচ্ছে চাষিরা। আগামীতে মাল্টা চাষের আরও পরিধি বাড়াতে উপজেলা কৃষি অফিস ও নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অফিস মনিটরিং ও প্রশিক্ষণ দিচ্ছেন মাল্টা চাষিদের। মাল্টা চাষি ফোরকান আহমেদ বলেন, একসময় বেকার ছিলাম, সবার দেখা-দেখি আমি আমার বাড়িতে মাল্টা চাষ করেছি, মাল্টা চাষ করে অনেক লাভবান ও স্বাবলম্বী হচ্ছি। যদি আমার মতো আশেপাশে যারা বেকার রয়েছে তারা সবাই যদি অল্প অল্প করে মাল্টা চাষ করে, তাহলে আমাদের দেশে যে বেকারত্ব রয়েছে, তা একটু হলেও ঘুচবে। সবাই যদি মাল্টা চাষের প্রতি আগ্রহী হই, তাহলে বিদেশি মাল্টা আর আমদানি করতে হবে না, আমাদের দেশের সবুজ মাল্টা দিয়ে একদিন চাহিদা মেটাতে পারবে।

মাল্টা চাষি নিলুফা ইয়াছমিন জানান, ২০১৭ সাল থেকে স্থানীয় কৃষি অফিসের পরামর্শক্রমে মাল্টা চাষ করেন তিনি। ফাঁকে ফাঁকে তিনি সাথী ফসল হিসেবে আদা চাষও করেন। এখন এ বাগানের আয় দিয়ে তিনি সংসার চালাচ্ছেন। তার বাগানে ফলন ভালো হওয়ায় ৫ থেকে ৬টা মাল্টাই এক কেজি হচ্ছে। একটা গাছে ২৫০ থেকে ৩০০ মাল্টা আসছে। এই ফল ১৪০ টাকা থেকে ১৫০ টাকা করে বিক্রি করছেন।উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, আমরা কৃষকদের বিনামূল্যে মাল্টার চারা, স্প্রে মেশিনসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করে মাল্টাচাষ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে আসছি। এতে দিন দিন কৃষকের পাশাপাশি স্থানীয় বেকার যুবকরাও মাল্টা চাষ করতে আগ্রহী হচ্ছেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ