• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

নতুন ফল পেপিনো চাষে সফল সানি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  

চাষি সানি রহমান জানান, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশনের’ কারিগরি সহায়তায় জেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলক ভাবে পেপিনো মেলন চাষ করছেন তিনি।   ইতোমধ্যে গাছে গাছে পেপিনো মেলন বড় হতে শুরু করেছে।

সানি রহমান বলেন, প্রথমবারে ভালো ফলন পাওয়ায় বাণিজ্যিক ভাবে এবার চাষের পরিকল্পনা করছি। আশা করছি এই ফল চাষে লাভবান হতে পারব।  

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম জানান, এই ফল খেতে অনেকটা তরমুজের মতো। তবে খাদ্যগুণ অত্যধিক। পেপিনো মেলন পুষ্টি ও ঔষুধিগুণাগুন সমৃদ্ধ একটি ফল। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। এ ছাড়াও এতে রয়েছে পটাশিয়াম। সোডিয়াম কম থাকে। পেপিনো মেলন প্রধানত হৃদরোগ, উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোকের মতো পরিস্থিতি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে।

জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন বলেন, অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ পেপিনো মেলন চাষ ছড়িয়ে দিতে পল্লীকর্ম সহায়তা ফাউন্ডেশনের নির্দেশনায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জাকস ফাউন্ডেশনের কৃষি ইউনিট পেপিনো মেলন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে। আশা করছি এই প্রকল্পে দ্রুত সফলতা আসবে। 

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ