• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

ছাগলের দুধ বিক্রিতে নুর হোসেনের চমক, মাসিক আয় ২৮ হাজার টাকা!

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

মূলধন ছাড়া ছাগলের দুধ বিক্রিতে চমক সৃষ্টি করেছেন মেহেরপুর সদর উপজেলার নুর হোসেন। ছাগলের দুধ বিক্রি করেই তিনি প্রতিমাসে আয় করছেন ২৪-২৮ হাজার টাকা। তবে শুনে আশ্চর্য হবেন যে তিনি কোন খামারি নন কিংবা তার কোন ছাগলও নেই। স্থানীয় হাটে বিক্রয়ের জন্য আসা ছাগলের দুধ সংগ্রহ করেই তিনি এ টাকা আয় করছেন।

জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে সপ্তাহে দুইবার হাট বসে। এই হাটে আসা ছাগল থেকে দুধ সংগ্রহ করেন নুর হোসেন। গত ১৫ বছর ধরেই তিনি এই কাজ করে আসছেন। প্রতিসপ্তাহে তিনি ২৮ থেকে ৩০ কেজি দুধ সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বাজারে তা বিক্রি করেন।

এ প্রসঙ্গে নুর হোসেন বলেন, আমি কোন খামারি নই কিংবা আমার নিজস্ব কোন ছাগলও নেই। স্থানীয় বাজারে বিক্রির জন্য আসা ছাগল থেকে আমি দুধ সংগ্রহ করি। আজ প্রায় ১৫ বছর ধরে আমি এই কাজ করে আসছি। স্থাণীয় বাজারে ছাগলের দুধের ব্যাপক চাহিদা থাকায় দুধ বিক্রি করে লাভবান হচ্ছি।

তিনি আরও বলেন, সাধারণত গরুর দুধ ৭০-৮০ টাকা দরে বিক্রি হলেও প্রতিমাসে ৮০ কেজির মতো ছাগলের দুধ সংগ্রহ করে ৪০০ টাকা দরে বিক্রি করছি বলেও তিনি জানান।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ