বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুক্তা চাষে সফলতার আশা

মুক্তা চাষে সফলতার আশা

রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের কালিচরণপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদুর রহমান তারেক (৩০)। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি মুক্তা চাষ শুরু করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়ির পাশে নিজের পুকুরে শুরু করেন মুক্তা চাষ। পুকুরের বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি সাত হাজার ঝিনুকের মধ্যে ১৪ হাজার মুক্তা চাষ করছেন তিনি।

তবে এ জন্য তিনি আগে ব্যাপক পড়াশোনা করেন ও প্রশিক্ষণ নেন। তারেক এ ব্যাপারে বলেন, সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ইউটিউব ও বিভিন্ন সাইটে মুক্তা চাষের ব্যাপারে ব্যাপক পড়াশোনা করেন। এরপর রংপুর, নীলফামারী ও কুয়াকাটা গিয়ে মুক্তাচাষীদের কাছ থেকে আরও ধারণা নেন।

এরপর তারেক ভারতের ওডিশা রাজ্যের একটি মুক্তা গবেষণা ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নেন। এখন রাজবাড়ী জেলা মৎস্য অফিসের নির্দেশনা অনুযায়ী মুক্তা চাষ করছেন।

তারেক জানান, প্রতিটি মুক্তা উৎপাদনের জন্য প্রয়োজন হয় একটি করে নিউক্লিয়াস। ভারত থেকে তিনি এই নিউক্লিয়াস নিয়ে আসেন। প্রতিটি নিউক্লিয়াসের দাম পড়ে বাংলাদেশি ২০ থেকে ৩০ টাকা। এই নিউক্লিয়াস ঝিনুকে ইঞ্জেক্ট করতে হয়। তিনি নিজেই এই কাজটি করেন।

তারেক আরও জানান, প্রতিটি ঝিনুকে মুক্তা চাষে তার খরচ হয়েছে ১০০ টাকা। একেকটি মুক্তা বিক্রি করবেন ১৫০ টাকা দরে।

এক বছরের মধ্যেই মুক্তা সংগ্রহ করতে পারবেন বলে জানান তারেক। প্রতিটি মুক্তায় তিন গুণ লাভ থাকবে বলে তিনি আশা করছেন। তার স্বপ্ন একজন বড় মুক্তাচাষি হওয়ার।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর