শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ের মাঠ দখল করে নিয়েছে শীতকালীন আগাম সবজি

ঠাকুরগাঁওয়ের মাঠ দখল করে নিয়েছে শীতকালীন আগাম সবজি

দিগন্তজোড়া সবজির ক্ষেত, যেদিকে চোখ যায় সবজি আর সবজি। ঠাকুরগাঁওয়ে ধান চাষের অনেকটা জায়গা দখল করে নিয়েছে শীতকালীন আগাম সবজি। মাচায় ঝুলছে লাউ, মাঠজুড়ে নানা জাতের সবজি। ব্যস্ততার শেষ নেই কৃষকের। সবজি চাষে কম সময়, সেচ, সার,পরিচর্যাসহ অন্যান্য খরচ কম হওয়ায় তাদের আগ্রহটা বেশি।

বিঘার পর বিঘা চাষ হচ্ছে লাউ, কায়তা, করলা, ঝিঙে, বেগুন, শসা, লালশাক, ফুলকপি, ডাঁটাাশাকসহ নানান জাতের সবজি । এরই মধ্যে এসব সবজি কৃষকরা বাজারজাত করতে শুরু করেছেন। প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন সবজি নিয়ে ভিড় করছেন কৃষকরা। তবে সার ও কীটনাশকসহ অন্যন্য জিনিসের দাম বৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এ বছর ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা ও পণ্য সংরক্ষণের উদ্যোগ নেয়ার দাবি তাদের।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. নইমুল হুদা সরকার বলেছেন, এ বছর ঠাকুরগাঁওয়ে ৭ হাজার ৮৯৫  হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতোমধ্যে ১৪০ হেক্টর জমির শাক-সবজি বাজারে এসেছে। আশা করা যায় বিগত বছরের মতো এবারো ভালো ফলন পাওয়া যাবে। বৃষ্টির কারণে শাক-সবজির দাম কিছুটা কম হলেও আবহাওয়া স্বাভাবিক হয়ে এলে মূল্য বৃদ্ধি পাবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক