বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ত্রোপচারে পুরুষকে `নারী` বানান তারা

অস্ত্রোপচারে পুরুষকে `নারী` বানান তারা

খুলনার ফুলতলার ছাতিয়ানি এলাকার মো. হাদিউজ্জামান। দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে নিয়ে ঢাকার মালিবাগের মাহি হাসান টাওয়ারে 'লেজার বিউটি পার্লার' নামে একটি প্রতিষ্ঠান খুলে বসেন। হাদিউজ্জামান নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন।

তাঁর প্রতিষ্ঠানে পুরুষদের লিঙ্গ রূপান্তর, ব্রেস্ট ইমপ্লান্ট ও উচ্চমাত্রার হরমোন ইনজেকশন প্রয়োগ করে নারী-পুরুষের কণ্ঠসহ অন্যান্য অবয়ব বদলে দেওয়ার মতো কর্মকাণ্ড চলত। কোনো চিকিৎসাবিদ্যা না জানা সত্ত্বেও বছরের পর বছর লিঙ্গ বদলের মতো ঝুঁকিপূর্ণ কাজ করে আসছিলেন এই ভুয়া চিকিৎসক। মূলত তৃতীয় লিঙ্গের লোকজনকে টার্গেট করে ভয়ংকর এই কারবার চালিয়ে আসেন ওই দম্পতি।

গত বুধবার রাতে রাজধানীর মালিবাগে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক হাদিউজ্জামান, তাঁর স্ত্রী সোনিয়া খাতুনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপর দু'জন হলেন- তাঁদের সহযোগী নুর ইসলাম ও জনি আহমেদ। এরপর তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, হাদিউজ্জামানের একটি বড় চক্র আছে। নানা প্রলোভন ও ফাঁদ পেতে অনেককে তাঁর কাছে নিয়ে আসা হয়। লিঙ্গ পরিবর্তনে যাঁরা আগ্রহী, তাঁদের প্রথমে হরমোন ইনজেকশন দেওয়া হয়। এরপর অস্ত্রোপচার করেন হাদিউজ্জামান ও তাঁর স্ত্রী। আর পরিবর্তিত অবস্থায় তৃতীয় লিঙ্গের এসব ব্যক্তি চাঁদাবাজি ও ভিক্ষাবৃত্তি করে বেড়ান। আবার মাদক বহন, মাদক পাচার, মাদক-বাণিজ্যে জড়াতেও অনেকে স্বেচ্ছায় তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হন।

ডিবির পরিদর্শক শেখ আতিয়ার রহমান জানান, তাঁর বিউটি পার্লার থেকে ১৭টি হরমোন ইনজেকশন, সার্জিক্যাল ব্লেড ২৫টি, ব্লাড কালেকশন টিউব ৭০টি, সার্জিক্যাল কাঁচি ১২টি, রং ফর্সা করার ইনজেকশন ১০টি, স্যালাইনের ক্যানোলা ৩০টি ও ব্রেস্ট ইমপ্লান্টের সরঞ্জাম পাওয়া গেছে। বিউটি পার্লারের আড়ালে এমন অবৈধ কর্মকাণ্ড দীর্ঘদিন বিনা বাধায় চালিয়ে আসছিলেন তাঁরা।

ডিবির আরেক কর্মকর্তা জানান, অনেকেই জানতেন, হাদিউজ্জামান সত্যিকারের চিকিৎসক। অনেক প্লাস্টিক সার্জন তাঁর কাছ থেকে নানা সরঞ্জাম কিনে নিতেন। যদিও ভুয়া চিকিৎসক স্বীকার করেছেন, এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। একেকজনের লিঙ্গ পরিবর্তনের জন্য ২০-৩০ হাজার টাকা নিতেন তিনি।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে কথিত চিকিৎসক পুলিশকে জানিয়েছেন, হাদি একসময় খুলনায় এক সার্জনের সহকারী হিসেবে কাজ করতেন। ওই সার্জনের নাম প্রশান্ত। সেখানে পুরুষদের অপারেশনের মাধ্যমে তৃতীয় লিঙ্গে রূপান্তর করা হতো। প্রায় ছয় বছর আগে সেখান থেকে রাজধানীর মালিবাগে চলে আসেন হাদিউজ্জামান। মালিবাগের মাহি হাসান টাওয়ারের চতুর্থ তলায় লেজার বিউটি পার্লারের আড়ালে তিনি পুরুষদের তৃতীয় লিঙ্গে রূপান্তরিত করেন। শারীরিক অবয়বও পরিবর্তন করে দেওয়া হতো। স্ত্রী সোনিয়া খাতুনসহ বেশ কয়েকজন সহযোগী রয়েছে তাঁর। প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম চীন থেকে আনত চক্রটি। এ পর্যন্ত অন্তত একশ ব্যক্তিকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করেছেন তিনি। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার শাহজাহানপুর থানায় মামলা করা হয়। ট্রেড লাইসেন্স ছাড়া এই চক্রের আর কোনো বৈধ কাগজপত্র নেই।

ডিবি জানিয়েছে, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর কয়েকজন জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকার তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সঙ্গে অনেক পুরুষের সখ্য রয়েছে। এর সূত্র ধরে তাঁরা পুরুষদের তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হতে উদ্বুদ্ধ করেন। এই গোত্রের সদস্য হলে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখানো হয়। রূপান্তরিত হয়ে এসব মানুষ রাস্তা, দোকানপাটসহ বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তির নামে চাঁদাবাজি করেন।

ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক সমকালকে বলেন, গত শুক্রবার গ্রেপ্তারকৃতদের দু'দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাদিউজ্জামান তাঁর পার্লারে পুরুষদের তৃতীয় লিঙ্গে রূপান্তরের পর তাঁদের কৃত্রিম স্তন প্রতিস্থাপনের কাজও করতেন। এ ছাড়া গায়ের রং ফর্সা ও ঠোঁটের সৌন্দর্যবর্ধনের জন্য সার্জারি করতেন তিনি। সার্জারির আগে হরমোন প্রয়োগ করে তাঁদের নারীসুলভ শরীর করা হয়। এরপর সার্জারি করা হতো।

গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেন, লিঙ্গ রূপান্তর দেশের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া গ্রেপ্তার দম্পতির কোনো চিকিৎসা সনদও নেই।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর