• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

পদ্মার ১৫ কেজির বিগহেড বিক্রি ১১ হাজার টাকায়

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২  

রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের বিশাল আকারের একটি বিগহেড মাছ ধরা পড়েছে। মাছটি ১১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের অদূরে জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে ৫নং ফেরিঘাটের শাকিল সোহান মৎস আড়ৎতের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি প্রতি কেজি ৭শ টাকা কেজি দরে ১০ হাজার ৫০০ টাকায় কিনে নেন। তিনি আবার প্রতি কেজি ৭৫০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন বিগহেড মাছটি।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, পদ্মা নদীতে পানি বেড়েছে। বর্তমানে জেলেদের জালে বড় বড় বাগাড়, আইড়, রুই, কাতল, বিগহেড, রিটেসহ অনেক মাছ ধরা পড়ছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ