• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

পদ্মায় ধরা পড়লো ১৭ কেজি ওজনের সিলভার কার্প, দাম ১২ হাজার!

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

বাংলাদেশ নদী মাতৃক দেশ। আমরা মাছে ভাতে বাঙালি। দেশের প্রতিটা নদীতে মাছে ভরা। এখন বর্ষাকাল খাল, বিল, হাওড়েও মাছের কমতি নেই। গ্রামের মানুষ খাল, বিল, হাওড় থেকে মাছ সংগ্রহ করে। আর জেলেরা নদীতে মাছ ধরতে যায়। নদী থেকে মাছ সংগ্রহ করে তা বিক্রি করে সংসার পরিচালনা করে।

তেমনি রাজবাড়ীর দৌলতদিয়ার স্থানীয় জেলে আনিছ হালদার পদ্মা নদীতে মাছ ধরতে যায়। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে আনিছ হালদারের জালে ১৭ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ ধরা পড়ে। সকালে এক আড়ত ব্যবসায়ী সেই মাছটিকে ৭০০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ২শত ৫০ টাকা দিয়ে কিনে নিয়ে যায়।

সেই আড়ত ব্যবসায়ী বলেন, ঢাকার কয়েকজন ব্যবসায়ীর সাথে এই মাছ নিয়ে কথা হয়। তারা মাছটি কিনতে আগ্রহী। ঢাকার ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারলে কেজিতে প্রায় ১০০ টাকা করে লাভ হবে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ