গভীর রাতে ১২ কিলোমিটার পাড়ি দিয়ে মানবিকতা দেখালেন ডেলিভারি বয়
অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়দের নিয়ে হাজারও অভিযোগ থাকে। একটু আসতে দেরি হলেও রেগেমেগে তাদের নামে কমপ্লেন করেন বহু গ্রাহক। খাবার ঠান্ডা হয়ে গেলেও সেই ঝাল মেটান খাবার সরবরাহকারীর উপর দিয়েই। অনেক সময় আবার গ্রাহকের ভুলের দায় নিতে চান না ডেলিভারি বয়। লোকেশন ভুল বা অন্য কোনও ভুল হলে তারাও ফিরে যান। তবে সম্প্রতি ভারতের হায়দরাবাদে ঘটেছে ভিন্ন এক ঘটনা।