ইঁদুরের সঙ্গে মানুষের প্রেম
বাসায় ইঁদুরের যন্ত্রণা ব্যতিক্রম কোনো গল্প নয়। এ কারণে মানুষে ইঁদুরে যুদ্ধ যেন সন্ধি করেও থামে না। যখন কোনোভাবেই আর পেরে না ওঠে, তখন ইঁদুর দমনে বিড়ালকে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র হিসেবে। অথচ সেই ইঁদুরের সঙ্গেই গড়ে উঠেছে মানুষের প্রেম।