মার্কিন বিনিয়োগকারীদের লাভজনক গন্তব্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী
আলোকিত সিরাজগঞ্জ
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য অভিহিত করে সেদেশের কম্পানিগুলোকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও একটি হাই-টেক পার্কে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজ মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধনকালে পাঠানো এক বার্তায় তিনি বলেন, আমরা আমেরিকান উৎপাদনকারী কম্পানিগুলোর জন্য শিল্প-কারখানা স্থাপনের সুবিধা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিচ্ছি।
বাংলাদেশ এখন দেশি-বিদেশি বিনিয়োগে আইসিটি শিল্পের জন্য ২৮টি হাই-টেক পার্ক স্থাপন করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা মার্কিন কম্পানিগুলোকে একটি হাই-টেক পার্ক নির্মাণের মাধ্যমে আইসিটি খাতে বিনিয়োগের প্রস্তাব দিচ্ছি। এটি গুরুত্বপূর্ণ যে, দ্বিপক্ষীয় বাণিজ্য আরো সম্প্রসারণের লক্ষ্যে উভয় দেশেরই পর্যাপ্ত নীতিগত সমর্থন রয়েছে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়ার সিনিয়র সহ-সভাপতি নিশা দেশাই বিসওয়াল, এফবিসিসিআইয়ের সভাপতি ড. শেখ ফজলে ফাহিম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বক্তব্য রাখেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত বর্ধনশীল অভ্যন্তরীণ বাজার এবং ৪ বিলিয়ন ভোক্তার বিরাট আঞ্চলিক বাজারের সাথে বর্ধনশীল যোগাযোগ ব্যবস্থা-এ দেশেকে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও বিনিয়োগের জন্য একটি প্রতিশ্রুতিশীল গন্তব্যে পরিণত করেছে।
তিনি বলেন, আমরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য টেকসই ভৌত-অবকাঠামো, আইনি ও আর্থিক সুবিধা দিচ্ছি। আমার সরকার বাংলাদেশে দ্রুত শিল্পায়ান ঘটাতে ১০০টি ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ স্থাপন করছে। আর আমাদের দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথ যাত্রায় যুক্তরাষ্ট্র সব সময়ই একটি শক্তিশালী অংশীদার হিসেবে আমাদের পাশে থেকেছে। এটা আমাদের রপ্তানীর সর্ববৃহৎ গন্তব্য, সরাসরি বিদেশি বিনিয়োগের বৃহত্তম উৎস, আমাদের দীর্ঘ-দিনের উন্নয়ন অংশীদার এবং প্রযুক্তি ও প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উৎস।
বাংলাদেশ প্রায় ৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, যার ৮০ শতাংশই তৈরি পোশাক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের রপ্তানীকারকরা গড়ে ১৬ শতাংশ শুল্ক দেয়। আমরা যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ সুতা, সয়াবিন ও গমের মতো শিল্প-কাঁচামাল ও ভোগ্য-পণ্য ক্রয় করি। বাংলাদেশে এই সব পণ্য বিনা-শুল্কে আমদানি হয়। বিদেশি সাহায্যের উপর বাংলাদেশের নির্ভরশীলতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার সাথে সাথে আমাদের দেশের লাখো তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সরাসরি বিদেশি বিনিয়োগের প্রয়োজন দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশে আমাদের রূপকল্প ২০২১ এর একটি অবিচ্ছেদ্য অংশ। আর এক্ষেত্রে সরকারি কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত ও অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে প্রযুক্তির ব্যবহার সক্ষম একটি আধুনিক বাংলাদেশের রূপকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তার জন্য আমি আমার আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদকে ধন্যবাদ দিতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের ৬০টি দেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আইসিটি পণ্য রপ্তানী করে। এই দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আইসিটি পণ্য রপ্তানী হয়। ইউএসএইড’এস প্রাইভেট সেক্টর এসেসমেন্ট ২০১৯ ফর বাংলাদেশ-এর মতে-আইসিটি শিল্প ২০২৫ সাল নাগাদ প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধনী আয়োজনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেয়ায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন, মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়ের এই অংশ গ্রহণ বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ব্যাপারে তাদের ক্রমবর্ধমান ইচ্ছার বহিঃপ্রকাশ। আমি আশা করছি, এটা আমাদের দু’দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্বকে আরো সম্প্রসারিত করতে সহায়ক হবে।
শেখ হাসিনা বলেন, কাউন্সিলের যাত্রা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আমরা বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদদের জীবন এবং ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের ধ্বংসস্তুপের উপরে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি রচনা করেছিলেন। দারিদ্র্য, শোষণ ও অর্থনৈতিক বৈষম্যমুক্ত তাঁর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের অসমাপ্ত কাজ আমি হাতে নিয়েছি। গত এক দশকে আমরা আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। বাংলাদেশের অর্থনীতির শক্তি এখন বিশ্বব্যাপী স্বীকৃত।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরণে গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করে। এখন ২০৪১ সালের মধ্যে উচ্চ-আয়ের উন্নত ও সমৃদ্ধ দেশ হওয়ার লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।

- অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশে উন্নতির লক্ষণ
- ছয়টি কোচ ঢাকায় এসেছে, প্রতিটি ট্রেনে চড়বে ১,৭৩৮ যাত্রী
- আলোকিত দাসিয়ার ছড়া
- ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১১৫ কোটি
- আগামী বাজেটে থাকছে করোনার ৩ কর্মসূচি
- ফিলিপাইনের জাদুঘরে বঙ্গবন্ধুর শিল্পকর্ম
- করোনায় ক্ষতিগ্রস্তদের সাড়ে১০ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী
- চার দাবি তুলবেন প্রধানমন্ত্রী
- হেফাজতের ১৬ মামলার দায়িত্বভার পেল পিবিআই
- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাবেন সব উপকারভোগীরা
- তামাক নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের উদ্যোগ ও কিছু কথা
- সিরাজগঞ্জে আত্মগোপন করে অপহরণের নাটকঃ,২ মাস পর উদ্ধার করলো পিবিআই
- সিরাজগঞ্জে মাঝারি তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন
- হেফাজতের যুগ্ম-সাধারণ সম্পাদক শরাফত পাঁচ দিনের রিমান্ডে
- হাওরে ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক-যন্ত্র রয়েছে: কৃষিমন্ত্রী
- জেলা প্রশাসকদের মাধ্যমে দরিদ্রদের সাড়ে১০ কোটি টাকা দেবে সরকার
- আব্দুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক
- সিক্স-জি আসছে ২০৩০ সালের মধ্যেই: হুয়াওয়ে
- রোজায় বদহজম প্রতিরোধ সহ ১০ রোগ প্রতিরোধ করবে আতা
- ফিতরা কী ও কেন আদায় করতে হয়?
- ওজন কমাতে চাইলে ইফতারে যেসব খাবার ভুলেও খাবেন না
- করোনা প্রতিরোধী ওষুধ মজুত করে রেখেছেন গম্ভীর?
- মিস ইউনিভার্সের মূল মঞ্চে থাকছে না মিথিলা
- কাজিপুরে প্রাথমিক শিক্ষকের মেয়ে মেডিকেলে চান্স
- সলঙ্গার রামকৃষ্ণপুরে ভিজিডি’র চাল বিতরণ
- রায়গঞ্জে উঠতি ইরিবোরো ধান কাটতে শুরু করছে কৃষক
- সিরাজগঞ্জে মাঝারি তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন
- তাড়াশে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশেষ সম্মানী পেলেন ২২ প্রতিষ্ঠানের ২৬৭৯ নার্স
- বিএসএমএমইউর মিডিয়া সেল গঠন
- সহিংসতায় আছে মানবতায় নেই হেফাজত
- স্বাধীনতার ৫০ বছরে ৫০ টাকার স্মারক নোট-রৌপ্যমুদ্রা
- সরকারের ১৮ দফা নির্দেশনা মানতে জনগণের প্রতি সেতুমন্ত্রীর আহ্বান
- মামুনুল হকের লাইভ মিথ্যাচারে ভরা!
- নিবন্ধন নিতে হবে অপারেটরদের, বিদেশ ট্যুরে লাগবে অনুমোদন
- হেফাজত নেতা পার্লারের নারী নিয়ে রিসোর্টে গিয়েছিলেন: প্রধানমন্ত্রী
- মামুনুলের আরেক জান্নাতের সন্ধান: গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য
- যশোরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে ধন্য হলাম: মোদী
- মামুনুলের বিরুদ্ধে মামলা করবেন দুই স্ত্রী
- সিরাজগঞ্জে করোনার ভ্যাকসিন নিলেন সাড়ে ৭৩ হাজার মানুষ
- কাজিপুর বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তিস্থাপন করেন এমপি জয়
- তাড়াশে ক্বওমীয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আ: আজিজ
- কাল এমবিবিএস ভর্তি পরীক্ষা, ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ
- সাতদিনের লকডাউনে জরুরি সেবা ছাড়া দেশের সবকিছু বন্ধ
- বেলকুচিতে অপহরণ চক্রের ৩ সদস্য আটক
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুতিনের শুভেচ্ছা
- যে কোনো সময় গ্রেফতার হতে পারেন মামুনুল হক
- পৃথক অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ১০১ জনকে জরিমানা
- শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে বাইডেনের আমন্ত্রণ
