বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট- ১৯

৪১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট- ১৯

চাকরিপ্রত্যাশীদের জন্য আসছে আরো একটি বিসিএস। এটি হবে ৪১তম বিসিএস। এই বিসিএসে নেয়া হবে ২ হাজার ১৩৫ জন। ভাবছেন অনেক সময় বাকি তাহলে ভুল করবেন। তুমুল প্রতিযোগিতামূলক এবং স্বপ্নের এই বিসিএসে টিকতে হলে এখন থেকেই নিন জোর প্রস্তুতি।

৪০তম বিসিএস’র প্রস্তুতির জন্য আমরা প্রায় ১০০টি মডেল টেস্ট দিয়েছিলাম। সেসব থেকে অনেকে উপকৃত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় যারা ৪১তম বিসিএস’র জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশা করি উপকৃত হবেন। 

আইসিটি

১. কম্পিউটার সিস্টেম এ  Scanner একটি কোন ধরনের যন্ত্র?

ক. Input      খ. Output        গ. উভয়েই      ঘ. কোনটিই নয়

 

২. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

ক. এ্যালুমিনিয়াম                খ. প্লাস্টিক      

গ. সিলিকন                        ঘ. কোনটিই নয়

 

৩. Back up প্রোগাম বলতে কি বুঝানো হয়?

ক. নির্ধারিত ফাইল কপি করা       

খ. আগের প্রোগামে ফিরে যাওয়া

গ. সর্বশেষ প্রোগাম undo করা

ঘ. কোনটিই নয়

 

৪. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো -

ক. অর্থ সাশ্রয়                   খ. সময় সাশ্রয়    

গ. স্থানের সাশ্রয়                ঘ. উপরের সবকটি

 

৫. নিচের কোন সাইটি কেনা বেচার জন্য নয়?

ক. ekanei.com                  খ. olx.com

গ. google.com                  ঘ. amazon.com

 

৬. নিচের কোনটি ছাড়া Internet এ প্রবেশ করা সহজ নয়?

ক. Task bar                  খ. Notification bar

গ. Menu bar                 ঘ. web browser

 

৭. কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলন এর পদ্ধতিকে কি বলে?

ক. Read-out      খ. Read from     গ. Read       ঘ. সবগুলো

 

৮. MICR এর পূর্ণ রূপ কি?

ক. Magnetic Ink Character Reader

খ. Magnetic Ink Code Reader

গ. Magnetic Ink Case Reader

ঘ. কোনটিই নয়

 

৯. নিচের কোনটি ডাটাবেজ ল্যাগুয়েজ?

ক. Data Definition         খ. Data Maniooulation language

গ. Query language        ঘ. উপরের সবগুলো

 

১০. সোশ্যাল নেটওয়াকিং টুইটার কত সালে তৈরি হয়?

ক. ২০০৪      খ. ২০০৬        গ. ২০০৩       ঘ. ২০০৮

 

১১. নিচের কোন স্মার্ট ফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?

ক. IOS                      খ. Windows phone      

গ. Android                ঘ. Symbian

 

১২. মোবাইল কমিউনিকেশন 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

ক. ভয়েস টেলিফোনি        খ. ভিডিও কল

গ. মোবাইল টিভি              ঘ. ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

 

১৩. Oracle Corporation  এর প্রতিষ্ঠাতা কে?

ক. Bill Gates                খ. Tim Cook

গ. Andrew S Grove      ঘ. Lawrence J.Ellison

 

১৪. প্রোগাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

ক. RAM      খ. Clipboard     গ. Terminal      ঘ. Hard disk

 

১৫. পারসোনাল কম্পিউটার যুক্ত করে কোনটি তৈরি করা যায়?

ক. Super Computer               খ. Network

গ. Server                                ঘ. Enterprise

 

১৬. কম্পিউটার নেটওয়ার্ক এ OSI মডেমের স্তর কয়টি?

ক. ৭           খ. ৫         গ. ৯        ঘ. ৮

 

১৭. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অব্যশই থাকবে?

ক. $          খ. #           গ. &          ঘ. @

 

১৮. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

ক. ফেসবুক    খ. টুইটার    গ. লিংকড ইন     ঘ. উকিপিডিয়া

 

১৯. কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?

ক. TCP/IP     খ. Novel netware     গ. Net BEUI    ঘ. Linux    

 

২০. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?

ক. malware     খ. firmware      গ. virus        ঘ. lip  --  lop

 

উত্তর : ১.ক      ২.গ      ৩.ক      ৪.ঘ      ৫.গ      ৬.ঘ      ৭.গ     ৮.ক      ৯.ঘ     ১০.খ     ১১.গ      ১২.ঘ     ১৩.ঘ      ১৪.ক ১৫.খ      ১৬.ক     ১৭.ঘ      ১৮.ঘ     ১৯.ক    ২০.খ

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর