শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং -এর মাধ্যমে আগামী ২৯ নভেম্বর-২০২০ তারিখ সকালে যমুনা নদীর উপর দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তুর স্থাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২নভেম্বর) সকাল ১১ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রণালয়ের মাননীয়মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ যমুনানদীর পশ্চিম পাড় ভেন্যুতে পূর্বপাড় টাঙ্গাইল আগামী ২৯ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যমুনা নদীর উপর বঙ্গবন্ধুশেখ মুজিব রেলওয়ে সেতুর কাজের ভিত্তি প্রস্তুর স্হাপনের মাধ্যমে কাজের শুভ উদ্বোধন ঘোষনা করবেন।

ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা জন্য স্হানীয় প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, এ রেললাইন ডুয়েলগেজ এই রেলসেতুটি পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়নের সময় সীমা আগামী ২০২৪ সাল পর্যন্ত নির্মাণ কাজ করা হবে। এতে ব্যয় হবে ১৬ হাজার ৭ শত ৮০ কোটি টাকা । জিওপি এবং জাইকার প্রকল্পের সাহায্যে এ রেলওয়ে সেতু নির্মাণে মাধ্যমে পূর্ব ও পশ্চিম অঞ্চল মানুষের নতুনভাবে সৌহার্দ্য সেতু বন্ধনে সংস্কৃতির ঐতিহাসিক মাইল ফলক সৃষ্টি করবে।

এছাড়াও ব্যবসা -বাণিজ্যর ক্ষেত্রে আদান-প্রদানের বিশেষ ভূমিকা রাখবে। দেশ উন্নয়ন বহির্দেশের বাণিজ্য পণ্যর আদান- প্রদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে – এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান, সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এসময় আরো – রেলের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধান কর্মকর্তা গণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ গণ্যমান্যব্যক্তিবর্গের অনেকেই উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই