মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ইলিশ ধরার দায়ে ১৯ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ইলিশ ধরার দায়ে ১৯ জেলের কারাদণ্ড

সরকারি নির্দেশনা অমান্য করে সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে ইলিশ ধরার দায়ে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়। এ সময় ১৫ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানকালে চার জেলে পালিয়ে যাওয়ায় তাদের নৌকা জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক সাত জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট ও ইলিশগুলো স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে।  

এর আগে, বুধবার (২১ আগস্ট) রাতভর জেলার চৌহালীতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। সে সময় ২০ কেজি ইলিশ ও আট হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভোরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন প্রত্যেক জেলেকে এক বছর করে কারাদণ্ড দেন। জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও ইলিশগুলো স্থানীয় মাদ্রাসায় দেওয়া হয়।  

চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর