বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ৭মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও হেরোইনসহ মদ উদ্ধার

শাহজাদপুরে ৭মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও হেরোইনসহ মদ উদ্ধার

শাহজাদপুরের পৃথক ৫ স্থানে ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও চোলাই মদসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১০ টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলামের নির্দেশনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ সঙ্গীয় অফিসারসহ থানা পুলিশের একটি দল পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে শক্তিপুর পশ্চিমপাড়া মহল্লার হাচেন শেখের ছেলে মাদক বিক্রেতা হায়দার আলী (৪০) কে ৪০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে।

এদিন রাত ৯ টায় জামিরতা ডিগ্রি কলেজের পূর্বদিক সংলগ্ন স্থানে থানা পুলিশ অপর এক অভিযান চালিয়ে জামিরতা কলেজপাড়া মহল্লার মৃত হোসেন আলী ফকিরের ছেলে কোরবান আলী ফকির (৪১) কে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। এছাড়া, একইদিন দুপুরে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনে পুলিশ অপর এক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা উপজেলার আরানী সাহেবপাড়া মহল্লার (বর্তমানে পোতাজিয়া গাতিরপাড়ার বাসিন্দা) মৃত মজু ফকিরের ছেলে মাদক বিক্রেতা নবাব আলী (৪২) কে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই খোকনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল শাহজাদপুর উপজেলার মাদলা দক্ষিণপাড়া মহল্লায় অভিযান চালিয়ে সাঁথিয়া উপজেলার সেলুন্দা মহল্লার সাব্বির (২৮) ও পৌর এলাকার  পুকুড়পাড় গ্রামের রজব আলী (৪৫) কে ১'শ ৪০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।

পরে ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পৌর এলাকার শক্তিপুর গ্রামের আতাউর হোসেন মার্কেট সংলগ্ন এলাকায় ডিবি পুলিশ অপর এক অভিযান চালিয়ে দ্বারিয়াপুর গ্রামের মিলন শেখ (৩৫) ও পাড়কোলা দক্ষিণপাড়া মহল্লার কোমল (৫৫) কে ২'শ ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে পৃথক এ ২ ঘটনায় জেলা ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার (২ এপ্রিল) গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শাহজাদপুরে চলমান এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানিয়েছেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর