বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে আগামীকাল হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এর ওরশ

শাহজাদপুরে আগামীকাল হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এর ওরশ

শাহজাদপুরে আগামী সোমবার হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ)এর বাৎসরিক ওরশ শরিফ অনুষ্ঠিত হবে।

শাহান শাহে তরিকত আউলিয়াকুল শিরমনি জগৎ বরেণ্য সুফী সাধক কিবলাহ কাবা মহান ওস্তাদজী হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এর বাৎসরিক ওরশ শরিফ আগামি ২২ ফ্রেব্রুয়ারী সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী ( রহঃ) এর মাজার ও মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।

জানা যায়, ইয়েমেনের শাহজাদা হযরত মখদুম শাহদৌলা ( রহঃ) তিনি ১১৯২ – ৯৬ সালের মধ্যে প্রায় সারে আট শত বছর পূর্বে ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য বাংলার জমিন এই শাহজাদপুরে আগমন করেন। তেনার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিনত করেন। শেষ যুদ্ধ চলাকালীন সময়ে আসরের নামাজ আদায় করার সময়ে সেজদারত অবস্থায় হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে তেনাকে শহীদ করা হয়।

সেই হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমনী (রহঃ) এর পীর ও মুরশীদ এই হযরত শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এবং পারস্যের রোম শহরের জগৎ বিখ্যাত আলেম ও পারস্যের কবী হযরত মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমির ( রহঃ) এর পীর ও মুরশীদ এই হযরত শামসুদ্দিন তাবরেজী (রহঃ)।

বিশ্বনবী হুজুরে পাক (সঃ) এর এবং হযরত আলী কারীম (রাঃ) এর ২৩ তম বংশধর, আওলাদে রাসুল এই হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ)।

কথিত আছে তিনি সেই কুতুব যেনার হুকুমে সূর্য আসমান থেকে জমীনে নামতে শুরু করেছিল।সেই মহান ওস্তাদজী হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এর বাৎসরিক ওরশ শরিফের মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিয়াত করিবেন হযরত মাওলানা হাফেজ মুফতি জুনায়েদ হোসেন ফারুকী। প্রতি বছর আরবি মাসের ৯ রজব তেনার ওরশ শরিফ অনুষ্ঠিত হয়। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর