বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জ উপ: আ`লীগের সভাপতি জিন্নাহ, সা: সম্পাদক আবুল কালাম

রায়গঞ্জ উপ: আ`লীগের সভাপতি জিন্নাহ, সা: সম্পাদক আবুল কালাম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে আব্দুল হাদি আল মাজি জিন্না ১৭১ ভোট পেয়ে পূণরায় সভাপতি এবং আবুল কালাম আজাদ হৃদয় ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

প্রায় দীর্ঘ ৮ বছর পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু করা হয়।

রায়গঞ্জ উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি, সাবেক এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আ’লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সাখোয়াত হোসেন সুইট, আব্দুস সামাদ তালুকদার, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান খান প্রমুখ।

এসময় বক্তারা তৃণমূল কাউন্সিলদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধার চেতনায় এবার উপজেলা আ’লীগকে সু-সংগঠিত করার লক্ষ্যে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ ও কর্মীবান্ধব নেতা বেছে নিতে হবে।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সভাপতি পদে আব্দুল হাদি আল মাজী জিন্নাহ ১৭১ ভোট পেয়েছেন পূণরায় সভাপতি নির্বাচিত হয় এবং সভাপতি পদে ইমরুল হোসেন তালুকদার ইমন পেয়েছে ১০১ ভোট। সাধারণ সম্পাদক পদে শরিফুল আলম শরীফ ১২৮ ভোট পেয়েছে। আবুল কালাম আজাদ হৃদয় ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

এতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জেলা আওয়ামীলীগ, মহিলা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ সকল উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৩ সালের ১০ জুন রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়ে ছিলো।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর