শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিয়ের চতুর্থ বছরে `ছুঁয়ে দিলাম` নতুন করে

বিয়ের চতুর্থ বছরে `ছুঁয়ে দিলাম` নতুন করে

কণ্ঠশিল্পী লোপা হোসেন ও স্বামী সীরাজুম মুনিরের সংসারের বয়স হলো চার। দুজনে পেতেছেন সুখের সংসার। লোপা জনপ্রিয় কণ্ঠশিল্পী, মুনীর গান লেখেন। 

জনপ্রিয় একটি গান ‘ছুঁয়ে দিলাম’। এই গানটি ২০১৫ সালে মুক্তি পাওয়া শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে ব্যবহার করা হয়েছিলো। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন নির্জো হাবিব। সেই গানটিই নতুন করে গাইলেন লোপা। উদ্দেশ্য, তাদের ৪র্থ বিয়েবার্ষিকী।

লোপা বিশেষ দিনে সোশ্যাল হ্যান্ডেলে লিখেন, 'এভাবেই ভালোবাসতে বাসতে বেঁচে থাকতে চাই। দু'য়ে মিলে ৪ সিরাজুম মুনীর নামের এই বস্ত্র প্রকৌশলীর সাথে কথোপকথন শুরুর এক বছর আগেও পুরুষ জাতির প্রতি আমার ঘৃণা, অবিশ্বাস, অশ্রদ্ধা বেশ তীব্র। এই মানুষটা ঝড়ের মতো এসে সব পাল্টে দিয়েছে তা নয়। মানুষটা এসেছে বসন্তের ঝিরিঝিরি হাওয়ার মতো। যে হাওয়ায় ফুলের সুবাস যেমন ছিল,তেমনি ছিল খানিক রোদের ঝাঁজ । যে উষ্ণতা ঘর্মাক্ত করেনা, হাঁপিয়ে তোলেনা৷ যে উষ্ণতা কেবলই জমা থাকা কষ্টের বরফখণ্ড গলিয়ে দিচ্ছিল একটু একটু করে, আমার অজান্তেই...'

গানটি নিয়ে লোপা বলেন, ২০১৭ সালের ৫ আগস্ট প্রথম বিয়েবার্ষিকীতে আমার তৃতীয় একক অ্যালবাম ‘আত্মা সঙ্গী’ প্রকাশ হয়েছিলো। সেখানে সবগুলো গান ছিল সীরাজুম মুনিরের লেখা এবং সুর করা।  আমরা আমাদের বিয়েবার্ষিকীতে একে অন্যকে বস্তুগত উপহার না দিয়ে দুজন মিলে সৃজনশীল কিছু কাজ করার চেষ্টা করি- এই গানের ভিডিও তারই প্রয়াস। তারই লেখা এবং সুর করা জনপ্রিয় ‘ছুঁয়ে দিলাম’ গানটি গেয়েছি। মজার ব্যাপার হলো এবার আমার সঙ্গে মুনিরও গেয়েছে। দুজন মিলে অভিনয়ও করেছি ভিডিওতে।’

মুনীর বলেন, এই গান নিয়ে স্মৃতির শেষ নেই৷ তবে এই গানটি যে জীবনের বিশেষ একটি স্থান দখল করে নিবে, সেটা কখনোও হয়তো সেভাবে ভাবিনি।  সিনেমার একটি বিশেষ দৃশ্যে ব্যবহৃত হওয়ায়, সিনেমা রিলিজের আগে গানটি ইউটিউবে রিলিজ দেয়া হয়নি। যার দরুন সিনেমা হলে এই গানটি অনেক দর্শকের জন্য নতুন ছিলো। 

শ্রুতিমধুর কোন গান, জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার লোপা হোসাইনের মন ও কান কোনটাই মিস করে না। "ছুঁয়ে দিলাম" গানটিও তাঁর মন ছুঁয়ে দিলো হঠাৎ করেই। লোপাও খুঁজতে শুরু করলো, গানটি কে গেয়েছেন। সেই খোঁজ করতে করতে তিনি এও পেয়ে গেলেন যে, গানটির সৃষ্টি জনাব সীরাজুম মুনিরের হাত ধরেই।

প্রথমবার গানটির সংগীতায়োজন করেছিলেন সাজিদ সরকার। নতুন করে লোপার কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই