শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

এইচএসসি'র ফল প্রকাশের পর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে টিকে থাকার লড়াই। হয়তো ভাবছেন এখনো অনেক সময় বাকি– তাহলে ভুল করবেন। ভর্তি পরীক্ষায় কাঙ্খিত ফল লাভে এখন থেকেই নিতে হবে জোর প্রস্তুতি। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এ ধারাবাহিক আয়োজন। আশাকরি উপকৃত হবেন ।
 

গ ইউনিট-বাংলা  

১। আলমারী শব্দটি এসেছে ?

ক. আলমালি থেকে     খ. আলমারি থেকে

গ. আলমিরা থেকে      ঘ. আরমারী থেকে

 

২। ব্যঞ্জন বিকৃতির উদাহারণ কোনটি ?

ক. কবাট > কপাট      খ. ফলাহার > ফলার

গ. বড়দাদা > বড়দা     ঘ. সকাল > সক্কাল

 

৩। স্বরলোপ কোনটির বিপরীত?

ক. অসমীকরণ      খ. স্বরাগম

গ. স্বরসঙ্গতি          ঘ. অপিনিহিতি

 

৪। কোনটি প্রগত সমীভবনের উদাহরণ ?

ক. আজি > আইজ      খ. কান্না > কাঁদনা

গ. রিকশা > রিশকা     ঘ. তৎজন্য > তজ্জন্য

 

৫। তৎ+হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?

ক. সম্প্রকর্ষ        খ. বিষমীভবন

গ. স্বরসঙ্গতি       ঘ. সমীভবন

 

৬। ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে কোনটিতে প্রভাব বিস্তার করে ?

ক. শব্দ পরিবর্তনে        খ. পদ পরিবর্তনে

গ. ধ্বনি পরিবর্তনে       ঘ. বাক্য পরিবর্তনে

 

৭। ‘Beauty sleep’ বলতে কি বোঝায়?

ক. গভীর ঘুম          খ. প্রথম রাত্রির ঘুম

গ. সুন্দর ঘুম           ঘ. দুপুর বেলার ঘুম

 

৮। ‘Millennium’ এর পরিভাষা-

ক. অব্দ              খ. শতাব্দ

গ. সহস্রাব্দ          ঘ. শকাব্দ

 

৯। ‘Notification’ এর পরিভাষা-

 ক. স্মারক             খ. প্রজ্ঞাপন

গ. বিজ্ঞাপন           ঘ. বিজ্ঞপ্তি

 

১০। ‘Throne’ এর পরিভাষা-

 ক. রাজত্ব             খ. রাজকোষ

গ. সিংহাসন           ঘ. রাজস্বমুক্ত

 

১১। কোনটি ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত ?

ক. বক্তার হাসিমুখে কথা বলা

খ. বক্তার মৃদু আওয়াজ

গ. বক্তার জিহ্বার জড়তা

ঘ. বক্তার কম কথা বলা

 

১২। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ?

ক. সমীভবন             খ. বিষমীভবন

গ. স্বরাগম                ঘ. স্বরলোপ

 

১৩। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?

ক. সমীভবন          খ. সম্প্রকর্ষ

গ. স্বরাগম             ঘ. সবকয়টি

 

১৪। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাওঃ

কন্যার বাড়িতে ভুরিভোজের পর পাত্রপক্ষ বিয়ের কাজ শুরু করতে বললেন। যৌতুকের টাকা নগদ চাইলেন পাত্রের পিতা।নগদ টাকা দিতে না পারায় পাত্রপক্ষ চলে গেল। অপমানে কন্যা আত্মহত্যা করলো।

 

উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পের যে বিষয়টি ফুটে উঠেছে–

ক. পণপ্রথা                                  খ. বিয়ের আসরে সৃষ্ট জটিলতা

গ. বরপক্ষের স্বেচ্ছাচারিতা             ঘ. সবগুলো

 

১৫। রবীন্দ্র সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

ক. প্রকৃতির পটে জীবনকে স্থাপন

খ. ব্যক্তি আমির উদ্বোধন

গ. ঈশ্বরের শক্তির প্রকাশ

ঘ. অধ্যাত্মবাদ উপস্থাপন

১৬। ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত পশ্চিম জায়গাটি কোথায় বোঝায়?

ক. পাশ্চাত্য                     খ. মধ্য এশিয়া

গ. গঙ্গার পশ্চিম              ঘ. পশ্চিম এশিয়া

 

১৭। অপরিচিতা’ গল্পে অনুপম নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?

ক. শ্রীকৃষ্ণ           খ. অর্জুন         গ. কার্তিক        ঘ. গণেশ

১৮। অনুপম সাতাশ বছরের জীবনটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. নদীর সঙ্গে           খ. সাগরের সঙ্গে

গ. ফুলের সঙ্গে           ঘ. কলির সঙ্গে

 

১৯। বর্তমানে মেয়েদের লক্ষ্মীর মঙ্গলঘটের অবস্থা কী?

ক. বাড়বাড়ন্ত              খ. মোটামুটি

গ. নিম্নগতিপ্রাপ্ত          ঘ. শূন্য বলিলেই হয়

 

২০। বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি কাকে ছাড়া সম্ভব ছিল না?

ক. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

 

উত্তরঃ ০১।ঘ ০২।ক ০৩।খ ০৪।খ ০৫।ঘ ০৬।গ ০৭।খ ০৮।গ ০৯।খ ১০।গ ১১।গ ১২।খ ১৩।খ ১৪। ঘ ১৫।ক ১৬।গ ১৭।গ ১৮।গ ১৯।ঘ ২০।ঘ

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই