বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে করোনা ভাইরাস টেস্টের নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন

বিনামূল্যে করোনা ভাইরাস টেস্টের নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি হাসপাতালে (স্বাস্থ্য কমপ্লেক্সের) প্রধান ফটকের সামনে বিনামূল্যে করোনা ভাইরাস টেস্টের নমুনা বুথের উদ্বোধন হয়েছে।

করোনা ভাইরাস টেস্টের নমুনা বুথের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলিন সুলতানা, ডা. নাছরিন সুলতানা, ডা. ফাহমিদা বায়েজ কাকন, মেডিকেল টেকনোলজিস্ট জুয়েল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এজাজুল হক এবং পরিসংখ্যানবিদ মৃদুলুর রহমান।

শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, মির্জাপুর উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে বাবা মেয়েসহ সর্বাধিক ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।্ এ পর্যন্ত করোনার ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৯০ জনের। বিপুল সংখ্যক জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে করোনা ভাইরাস নমুনা বুথের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে যে কোন এলাকা থেকে আসা লোকজন দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত হাসপাতালে এসে করোনার নমুনা দিতে পারবেন। এর আগেও হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিনামূল্যে পিপিই, ম্যাক্স, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

একই কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এলাকার লোকজনকে সেবা দিতে। করোনার এই দুর্যোগের সময় হাসপাতালের প্রতিটি চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীরা নিরলস ভাবে এলাকায় কাজ করে যাচ্ছেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর