শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরিবহন শ্রমিকরাও পাবেন নগদ অর্থ সহায়তা

পরিবহন শ্রমিকরাও পাবেন নগদ অর্থ সহায়তা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে রয়েছেন এ খাতের শ্রমিকরা। তাদের আর্থিক দুর্দশা লাঘবে নগদ আর্থিক সহায়তা দেবে সরকার।

জানা গেছে, টানা লকডাউনের কারণে ব্যাপক আর্থিক সংকটে পড়েছেন সড়ক ও নৌপরিবহনের শ্রমিকরা। ইতোমধ্যে বিভিন্ন দরিদ্র ও শ্রমিক পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। তবে এবার সড়ক ও নৌ পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে সরকার।

অর্থবিভাগ সূত্রে জানা গেছে, বাস ও নৌপরিবহন শ্রমিকদের এককালীন নগদ অর্থ সহায়তা দেয়া হবে। কত সংখ্যক শ্রমিকের এ সহায়তা প্রয়োজন তা মাঠ পর্যায় থেকে তালিকা কর পাঠানো হবে। এ বিষয়ে তিনদিন ভার্চুয়ালি ইউএনওদের সঙ্গে বৈঠক করে দিক নির্দেশনা দেয়া হবে। পরবর্তীতে তারা যাচাই-বাছাই করে সরাসরি অর্থবিভাগের সার্ভারে শ্রমিকদের তালিকা যুক্ত করতে পারবেন। এরপর সেই তালিকায় থাকা শ্রমিকদের কেউ আগের অর্থ সহায়তার কোনো তালিকায় ছিলেন কিনা সেটি যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

এর আগে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্রদের জন্য নগদ সহায়তা দেয়ার জন্য চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগের অধীন ‘মুজিব শতবর্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান’ শীর্ষক কোডের আওতায় ‘বিশেষ অনুদান’ খাতে ৭৫৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্তদের মোবাইল অ্যাকাউন্টে জনপ্রতি দুই হাজার ৫১৫ টাকা হারে দ্বিতীয় ধাপে ছয় লাখ পরিবারকে ১৫০ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের জন্য গত বুধবার (২৮ এপ্রিল) সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই