বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইল-২ আসনের নৌকার মাঝি মাশরাফি

নড়াইল-২ আসনের নৌকার মাঝি মাশরাফি

আগামী জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিশ্চিত করেন, তিনি নৌকা প্রতীকে ওই আসন থেকে প্রার্থী হচ্ছেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান আওয়ামী লীগ নেতা। জানান, ওই আসনের বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির হাফিজুর রহমান জোটের স্বার্থে ত্যাগ স্বীকার করেছেন।

চলতি বছরের ২৯ মে নৌকা প্রতীকে মাশরাফির নির্বাচন করার সম্ভাবনার বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর গত ১০ নভেম্বর জানানো হয় মাশরাফির পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেবেন আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও।

তবে সাকিবকে খেলা চালিয়ে যেতে বলেন প্রধানমন্ত্রী। আর মাশরাফি ফরম নেন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে। সেদিনই নিশ্চিত হয়ে গিয়েছেল, তাকে নড়াইল-২ আসনে নৌকা মার্কার প্রার্থী করা হচ্ছে।

এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোট ১৬ জন নেতা। পাশাপাশি ছিলেন ২০১৪ সালে আওয়ামী লীগের ছাড়ে সংসদ সদস্য হওয়া ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানও। যদিও মাশরাফি আসার পর সবাই বুঝে যান কেউ পাবেন না প্রতীক।

ওবায়দুল কাদের বলেন, ‘নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাশরাফি। তিনিই নৌকা নিয়ে লড়বেন।
ওয়ার্কার্স পার্টির বর্তমান সংসদ সদস্যের কী হবে- এমন প্রশ্নে আওয়ামী লীগ নেতা বলেন, ‘ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন।’

কাদের জানান, তিনি নিজে নোয়াখালী-৫ আসনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ আসনে প্রার্থী হবেন। আর দলের অন্য কোনো নেতা একাধিক আসনে দাঁড়াবেন না।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক