বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দোষারোপেই বিএনপি নেতাদের তৃপ্তি

দোষারোপেই বিএনপি নেতাদের তৃপ্তি

নিজেদের আখের গোছাতে জনবিমুখ হয়ে পড়েছেন বিএনপির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল নেতারা। স্বার্থের নেশায় মগ্ন জনবিমুখ বিএনপির নেতারা দলীয় কর্মসূচি হিসেবে দোষারোপকে বেছে নিয়েছেন। নির্বাচনে বারবার পরাজয়ের পর বিরামহীন দোষারোপ করেই তৃপ্তির ঢেকুর তুলছেন তারা।

দলীয় সূত্র জানায়, মূলত প্রভাব, ব্যক্তিস্বার্থ আর ব্যবসায়িক লাভের জন্য বারবার নিজেদের পায়েই কুড়াল মারছে বিএনপির সর্বস্তরের নেতারা। নিজেদের ভুলকে ধামাচাপা দিতে সরকার, নির্বাচন কমিশন, নিজেদের দলের নেতাকর্মীদেরসহ সবাইকে দোষারোপ করেন তারা। তাদের মধ্যে ভুল সংশোধনের কোনো আগ্রহ নেই।

দলের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, রাজনৈতিক সমন্বয়হীনতায় ভুগছি আমরা। নিজেদের সাংগঠনিক সমন্বয়হীনতা, ২০ দলীয় জোটের ভাঙনে রাজনীতিতে বিএনপির কোণঠাসা অবস্থা রোধ করা যাচ্ছে না। এছাড়া গ্রুপিংয়ের জন্য বিএনপির ব্যর্থতা ও জনবিচ্ছিন্নতা বেড়েই চলেছে। ব্যক্তিস্বার্থের কবলে পড়ে বিএনপি দুর্দশায় দিন পার করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বৈরাচারী আধিপত্যে অসম্মান বোধ করছেন জ্যেষ্ঠ নেতারা।

অপর এক কেন্দ্রীয় নেতা বলেন, তারেক রহমান বিএনপিকে ব্যবসার আখড়ায় পরিণত করেছেন। তার ইশারা ছাড়া বিভাগ-জেলা বা ইউনিয়ন কমিটি অনুমোদন পায় না। মনোনয়ন বাণিজ্যের জন্য তৃণমূলে যোগ্য প্রার্থীরা ছিটকে পড়ছেন। বিত্তশালী নেতাদের মনোনয়ন দিয়ে পকেট ভারী করছেন তিনি। ফলে ক্ষুব্ধ নেতারা মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সঙ্গে কাজ করেন না। আর দিনে দিনে তৃণমূল নেতারা অবজ্ঞার শিকার হয়ে ক্ষোভে কেউ নিষ্ক্রিয় হচ্ছেন কেউবা করছেন পদত্যাগ।

তিনি আরো বলেন, মিডিয়ার সামনে মনগড়া গল্প বলতে হয়, তাই বলা হয়। এসব গল্প উপস্থাপনের মাধ্যমে বোঝাতে চাওয়া হয় দলে অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক সমন্বয়হীনতা কিংবা দলীয় অনৈক্য নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দোষারোপ করা বিএনপির অস্থিগত পুরনো সংস্কৃতি, যা চাইলেও দলটির নেতারা পরিহার করতে পারেন না। এ কারণে আজও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। যতদিন দলটির নেতারা দোষারোপ, নালিশের রাজনীতি এবং ভুল সংশোধন করে জনকল্যাণমুখী রাজনীতি না করবেন, ততদিন তাদের গ্রহণযোগ্যতা ফিরবে না।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই